একসঙ্গে দেখা মিলল খায়রুল বাসার ও প্রিয়ন্তীর

ছোট পর্দার নিয়মিত মুখ খায়রুল বাসার। ওয়েব মাধ্যমেও অভিনয় করছেন এ অভিনেতা।

ছোট পর্দার নিয়মিত মুখ খায়রুল বাসার। ওয়েব মাধ্যমেও অভিনয় করছেন এ অভিনেতা। অন্যদিকে ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। তবে তুলনামূলক কম নাটকেই দেখা মেলে তার। ওয়েব মাধ্যমে নিয়মিত অভিনয় করেন তিনি। তবে এবারে দীর্ঘদিন পর নাটকে দেখা মিলল প্রিয়ন্তী উর্বীর। নাটকের নাম ‘তোমারই সাথে’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। নাটকটি শুক্রবার ইউটিউবে প্রচারের পর থেকেই প্রশংসা পাচ্ছেন এ দুই অভিনয় শিল্পী।

নাটকে রনি ও লিলি চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী। একই ক্যাম্পাসে পড়তে গিয়ে পরিচয় হয় রনি ও লিলির। দুজনেই বিপরীতমুখী স্বভাবের মানুষের গল্প নিয়ে এগিয়ে গেছে নাটকটি। শুক্রবার সাদাত রাসেলের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল। রোমান্টিক গল্পনির্ভর নাটক তোমারই সাথে নিয়ে খায়রুল বাসার বলেন, ‘‌একই ক্যাম্পাসের ছেলেমেয়ের গল্প। প্রেম আছে, সাসপেন্স আছে। দর্শক কাজটি দেখলে ফিল গুড অনুভব পাবেন। যারা নাটকটি দেখেছেন সবার কাছ থেকেই ইতিবাচক মন্তব্য পাচ্ছি। কাজটা করে অনেক ভালো লেগেছে আর এখন দর্শকের ভালোবাসা পেয়ে আরো ভালো লাগছে।’

অন্যদিকে ছোট পর্দায় অভিনয় করলেও ওটিটি প্লাটফর্মে নিয়মিত অভিনয় করে নজর কেড়েছেন প্রিয়ন্তী উর্বীর। এবারে তোমারই সাথে নাটকটিতে অভিনয় করার অভিজ্ঞতা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘আমি খুব কম নাটকে অভিনয় করি। বলা যায় অনেক দিন পরই আমি নাটকে অভিনয় করলাম। গল্পটা খুব সুন্দর। নাটকের গল্পটা ভিন্ন লেগেছিল বলেই কাজটা করেছিলাম। বাসারের সঙ্গে এর আগেও কাজ হয়েছে। এখানেও আমাদের কেমিস্ট্রি ভালো ছিল। সবার প্রশংসা পেয়ে এখন ভালো লাগছে।’ নতুন নাটকটি নিয়ে নির্মাতা জানান, একদম রোমান্টিক গল্প, প্রেমের নাটক। দুজনেই বেশ দারুণ করেছেন নিজেদের জায়গা থেকে। দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছি।  

মডেলিং ও নাটক করলেও ২০২২ সালে অ্যানথোলজি সিনেমা ‘এই মুহূর্ত’র ‘কোথায় পালাবে বলো রূপবান’ পর্বে রূপবান চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন প্রিয়ন্তী। নির্মাতা সজল এ আজাদের ‘সিটি গোল্ড’ নামে একটি সিনেমা করেছেন তিনি। এতে মফস্বলের এক মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে নিয়মিত নাটক করছেন খায়রুল বাসার। বর্তমানে এ অভিনেতা অপেক্ষায় কাজলরেখা সিনেমা মুক্তির জন্য। এ সিনেমায় অভিনয় করেছেন খায়রুল বসার। এরই মধ্যে কাজলরেখা সিনেমার গান ও ক্যারেক্টার লুকে প্রশংসা পাচ্ছেন খায়রুল বাসার।

আরও