তিন সিনেমার অপেক্ষায় আফজাল হোসেন

দেশের বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ আফজাল হোসেন। সব মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। তবে বর্তমান সময়ে সিনেমা নিয়েই বেশি ব্যস্ত এ অভিনেতা।

দেশের বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ আফজাল হোসেন। সব মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। তবে বর্তমান সময়ে সিনেমা নিয়েই বেশি ব্যস্ত এ অভিনেতা। 

এরই মধ্যে দুটি সিনেমায় অভিনয়ের কাজ শেষ করেছেন। সিনেমা দুটি হচ্ছে সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ ও ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘অপরাজেয়’। দুটি সিনেমায়ই তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাগুলোর কাজ এরই মধ্যে শেষ। এখন মুক্তির অপেক্ষায় আছেন আফজাল হোসেন। যাপিত জীবনে তার বিপরীতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও অপরাজেয় সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দীপা খন্দকার। এ ছাড়াও আফজাল হোসেন পরিচালিত প্রথম সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’র কাজও শেষ করেছেন। এর আগে তিনি অনেক নাটক নির্মাণ করলেও এবারই প্রথম সিনেমা নির্মাণ করেছেন। আজ আফজাল হোসেনের জন্মদিন। সিনেমা ও জন্মদিন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে নিজের জন্মদিন নিয়ে বেশি কিছু আকাঙ্ক্ষা আমার কখনই থাকে না। প্রিয় কিছু মানুষ দিনটিকে উদযাপন করার চেষ্টা করে। আর বয়স নিয়ে আমি কখনই চিন্তা করি না, কত হলো না হলো। কারণ আমি মনে করি, যিনি যে কাজ করেন তিনি যদি প্রচণ্ড ভালো লাগা নিয়ে, আনন্দ নিয়ে কাজটি করেন তাহলে তার চেহারায় স্পষ্ট হয়ে ওঠে। অনেকেই বলে না, আরে আপনি তো দেখি এখনো আগের মতোই আছেন। তার মানে হলো সে তার কাজের মাঝে প্রচণ্ড আনন্দ নিয়ে আছে। যা তার চেহারায় স্পষ্ট হয়ে ওঠে। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমার নির্মিত সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া আছে।’

তার পরিচালিত মানিকের লাল কাঁকড়া মুক্তি এখন সময়ের অপেক্ষায়। সিনেমাটিতে আফজাল হোসেনসহ আরো অভিনয় করেছেন সোহানা সাবা ও ফেরদৌস আহমেদ।

আরও