শুরুটা ভালো হলো না জোকারের

শুক্রবার মুক্তি পেয়েছে টড ফিলিপসের সিনেমা ‘জোকার: ফোলি আ দ্যু’। সিনেমাটি সারা বিশ্বে ৪ হাজার ১০২টি থিয়েটারে মুক্তি পেয়েছে। কিন্তু প্রথম দিনে আয় করেছে মাত্র ২ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, এটি সপ্তাহ শেষে আয় করবে ৫ কোটি ডলারের মতো। আবার দর্শকের রিভিউ ভালো হলে এ সিনেমা প্রথম সপ্তাহে সাড়ে ৬ কোটি ডলারও আয় করে ফেলতে পারে। তবে সিনেমাটির জন্য এ আয় হতাশাজনক, কেননা ২০১৯ সালে মুক্তি পাওয়া জোকার এ সময়ে আয় করেছিল প্রায় ১০ কোটি ডলার। সিনেমার সিকুয়াল নিয়ে আশা তাই বেশিই ছিল।

‘জোকার টু’র শুরুটা খারাপ হওয়ার বেশকিছু কারণ আছে। প্রথমত, এ সিনেমা নিয়ে দর্শকের প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচু। সে অনুসারে, প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু সিনেমা তো মুক্তি পেল কেবল। দর্শক কেমন করে জানলেন?

মূলত সিনেমাটি মুক্তির আগে প্রদর্শন হয়েছিল বেশকিছু চলচ্চিত্র উৎসবে। সেখান থেকে ভালো রিভিউ পেলেও থিয়েটারে গিয়ে দেখার মতো সিনেমা হয়নি বলেই মনে করেছে দর্শক। কেননা জোকার: ফোলি আ দ্যু অনাবশ্যক দীর্ঘ, অতিরিক্ত গানের ব্যবহারে সিনেমা একঘেয়ে মনে হয়েছে। এসব কথা চলছিল অনেক দিন ধরেই। তাই সিনেমার প্রতি দর্শকের আগ্রহ ক্রমাগত কমেছে।

জোকার টু ঘোষণার পর পরই সিনেমা নিয়ে তৈরি হয়েছিল দারুণ আগ্রহ। হোয়াকিন ফিনিক্সকে টড ফিলিপসের জোকারে দেখে ২০১৯ সালে দর্শক বুঁদ হয়েছিল। ব্যাটম্যানের খলনায়ককে তারা চিনেছিলেন নতুন করে। তারা এ সিনেমায় অ্যান্টি ক্যাপিটালিজম খুঁজে পেয়েছিল। জোকারের পরের পর্বে হার্লে কুইনের সংযুক্তি ও সে চরিত্রে লেডি গাগার কাস্টিং আরো উত্তেজনা তৈরি করেছিল। কিন্তু দিন যত গেল, দর্শকের আগ্রহে ভাটা পড়তে শুরু করল।

সিনেমার সর্বশেষ প্রতিক্রিয়ায় একাধিক গণমাধ্যম জানিয়েছিল, লেডি গাগাকে সিনেমায় ঠিকমতো ব্যবহার করা হয়নি। তার সম্ভাবনাকেও কাজে লাগানো হয়নি। মিউজিক্যালে এসে সিনেমাটি তার মূল সুর হারিয়ে ফেলেছে।

সূত্র: ভ্যারাইটি

আরও