‘‌দর্শকের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে’

গত মাসে মুক্তি পেয়েছে ‘১৯৭১: সেই সব দিন’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে হৃদি হক নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি।

গত মাসে মুক্তি পেয়েছে ‘১৯৭১: সেই সব দিন’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে হৃদি হক নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি। এর মূল ভাবনা প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে সিনেমাটি। হৃদি হক পরিচালিত প্রথম সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, সানজিদা প্রীতি, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সোনিয়া হোসেন, শিল্পী সরকার অপু প্রমুখ। নিজের পরিচালিত সিনেমায় হৃদি হকও অভিনয় করেছেন। সিনেমাটির ট্রেলার আর দুটি গান ঘিরে মুক্তির আগে থেকেই দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। এ সিনেমায় একঝাঁক তারকাকে এক করেছেন হৃদি। প্রতিটি চরিত্র ভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি। এ দলে আছেন জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া হোসেন। সিনেমা মুক্তির পর থেকে প্রশংসা পাচ্ছেন তিনি।

সিনেমায় উর্দু গান ‘‌ইয়ে শামে ঝলকায়ে’তে গায়িকা হিসেবে দেখা যায় সোনিয়াকে। গানে তার গ্ল্যামারাস উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। শুধু এই গানে সোনিয়াকে দেখা গেলেও ভক্ত মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী। বর্তমানে সিনেমার প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সোনিয়া। এ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে সোনিয়া বলেন, ‘আমার অভিনয়জীবনে ‘‌১৯৭১: সেই সব দিন’ সিগনেচার সিনেমা হয়ে থাকবে। হৃদি আপাকে ধন্যবাদ তার প্রথম সিনেমাতেই আমাকে রাখার জন্য। আমি পুরো ইউনিটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরই মধ্যে সিনেমাটি বেশ কয়েকবার হলে গিয়ে উপভোগ করেছি। সিনেমা দেখে শেষে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি। এই ভালোবাসা নিরেট খাঁটি ভালোবাসা। এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে ইচ্ছে করে। দর্শকের ভালোবাসা আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।’ 

গানটি প্রসঙ্গে অভিনেত্রী সোনিয়া হোসেন বলেন, ‘‌গানটির জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম। মুক্তির পর থেকে সবাই প্রশংসা করছে সেটা দারুণ অনুভূতি। আমি সিনেমায় শুধু এ গানটিতেই আছি। গানটির মধ্য দিয়ে দর্শক প্রথম আমাকে গ্ল্যামারাস লুকে দেখল। এর আগে আমি হৃদি হকের সঙ্গে অনেক কাজ করেছি। তার নির্দেশনায় কাজ করা অনেক সহজ। এ সিনেমায় এত তারকার মধ্যে আমার এই ছোট চরিত্রটিও এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। হৃদি হক এ সিনেমায় প্রতিটি দৃশ্য খুব দারুণভাবে গেঁথেছেন। দর্শক ‘‌১৯৭১: সেই সব দিন’ সিনেমাটি দেখলে মনে করবে সত্তর দশকে অবস্থান করছে।’

‘১৯৭১: সেই সব দিন’-এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন হৃদি হক নিজেই। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করা হয়। ঢাকা ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে।

আরও