তরুণদের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ‘বোধ’

গতকাল শাহবাগের ছবির হাটে শুরু হয়েছে পাঁচ আলোকচিত্রীর ছবি প্রদর্শনী ‘বোধ’। তিন দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন বেলা ৩টা থেকে চলবে রাত ১০টা পর্যন্ত। প্রদর্শনী বোধের পাঁচ আলোকচিত্রী হচ্ছেন আবু

গতকাল শাহবাগের ছবির হাটে শুরু হয়েছে পাঁচ আলোকচিত্রীর ছবি প্রদর্শনী ‘বোধ’। তিন দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন বেলা ৩টা থেকে চলবে রাত ১০টা পর্যন্ত। প্রদর্শনী বোধের পাঁচ আলোকচিত্রী হচ্ছেন আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহামুদুর রহমান, মেহেদী হাসান ও সাজ্জাদ হোসেন। প্রদর্শনীটি কিউরেট করেছেন তানজিমুল ইসলাম।

পাঁচ আলোকচিত্রীর প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী কেএম আসাদ। তার তত্ত্বাবধানে দুই মাসের কর্মশালায় অংশ নেন তারা। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বোধ’ নিয়ে জানানো হয়, আলোকচিত্রীরা তাদের নিজেদের জীবনের কাছাকাছি একটি গল্প বলার চেষ্টা করেছেন। যদিও তারা ব্যক্তি বা একটি গোষ্ঠীর গল্প বলছেন, কিন্তু প্রত্যেকের প্রয়াস হচ্ছে নিজেদের অনুভূতি প্রকাশ করা। যে বোধের ভেতর দিয়ে তিনি নিজে গিয়েছেন এবং প্রয়োজন মনে করেছেন সেটা প্রকাশ করার।

আরও