অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করে আলোচনায় আছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী ওটিটি প্লাটফর্মে নিয়মিত কাজ করছেন। সে ধারাবাহিকতায় অভিনয় করেন কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’তে। ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ। অসময়ের স্ট্রিমিং শুরু হয়েছে গত সপ্তাহে। ওটিটি প্লাটফর্ম বঙ্গ বিডিতে স্ট্রিমিংয়ের পর থেকেই প্রশংসা পাচ্ছেন নির্মাতা ও কলাকুশলীরা। ফারিণ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ জাকের, রুনা খান, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শাশ্বত দত্ত, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, শরাফ আহমেদ জীবন প্রমুখ।
অসময় ওয়েব ফিল্মটিতে উর্বি চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে পর্দায় হাজির হন তিনি। উর্বি চরিত্রের জন্য দর্শকের প্রশংসা পাচ্ছেন ফারিণ। এটি করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রত্যেকটা চরিত্রেই আসলে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ থাকে। উর্বিও এমন একটি ক্যারেক্টার। অসময়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চরিত্রের ট্রান্সফরমেশন। প্রথমে দেখা যায়, হাজারো স্বপ্ন নিয়ে উর্বি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বাবা-মা নিয়েই সে থাকে। গল্পে দেখা যায়, একটা দুর্ঘটনা ঘটে। এরপর তার জীবনে আসে ভয়াবহ পরিবর্তন। শারীরিক ও মানসিকভাবে ওই পরিবর্তন চরিত্রে ফুটিয়ে তোলাটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।’
‘অসময়’ ফিল্মটির মূল কাহিনী একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী উর্বিকে ঘিরে। যেখানে সে ঘটনাচক্রে একটি খুনের মামলায় ফেঁসে যায়। সন্দেহ করা হয়, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এ মেয়ে একটি অপরাধ চক্রের সঙ্গে জড়িত। উর্বির বিরুদ্ধে করা অভিযোগের প্রভাব তার পরিবারের সদস্যদের ওপর পড়ে। উর্বির মামলা ও তার পরিবারের সদস্যদের জীবনের গল্প অসময়ে নির্মাতা তুলে এনেছেন দারুণভাবে। ওয়েব ফিল্মটিতে অভিনয় করার পর ভক্ত ও কাছের মানুষের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন জানতে চাইলে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমি দর্শকের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। সবচেয়ে বেশি তাদের কাছ থেকে শুনতে হচ্ছে যে তারা অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলেন ফিল্মটি দেখতে গিয়ে। তাদের বাবা-মায়ের কথা মনে পড়েছে। অনেকে বলেছেন, তারা কান্না করেছেন। কেউবা আমাকে জানাচ্ছেন, এমন পরিস্থিতির মুখোমুখি তারাও হয়েছেন।’
ওটিটি প্লাটফর্মগুলো দর্শকের সাগ্রহ বিবেচনা করেই ভিন্নধর্মী গল্প নিয়ে আসে। আর ভিন্নধর্মী ওয়েব কনটেন্টে ভিন্নভাবে দেখা মেলে ফারিণের। এরই মধ্যে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। তবে সেটা দেশের সিনেমায় নয় বরং কলকাতার সিনেমায়। তনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা করেন ফারিণ। গত বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পেলে কলকাতার দর্শকের কাছে প্রশংসা পান তিনি। নতুন গল্প নিয়ে বড় পর্দায় কবে দেখা যাবে তাকে এমন জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমি একটা সুন্দর গল্পের অপেক্ষায় আছি। যদি সুন্দর গল্প পাই, তাহলে অবশ্যই বড় পর্দায় সিনেমা করার ইচ্ছা আছে। তবে এখন পর্যন্ত সে ধরনের গল্প পাইনি, তাই সিনেমা করা হচ্ছে না। তবে শিগগির দর্শক ভালো কিছু শুনবেন আশা করি।’
২০১৭ সালে ‘আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের।