সুপারম্যানের জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছেন ডেভিস কোরেন্সওয়েট

‘সুপারম্যান’-এর নতুন মুখ ডেভিড কোরেন্সওয়েট। এক বছর আগে ডিসি স্টুডিওজ তাকে এ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ করেছে।

‘সুপারম্যান’-এর নতুন মুখ ডেভিড কোরেন্সওয়েট। এক বছর আগে ডিসি স্টুডিওজ তাকে এ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ করেছে। এর আগে ম্যান অব স্টিল হিসেবে অভিনয় করেছিলেন হেনরি ক্যাভিল। ডিসির ব্যবস্থাপনা পর্ষদে পরিবর্তন এলে সুপারম্যানের কাস্টও বদলে যায়। জেমস গান পছন্দ করেছেন ডেভিডকে। সিনেমাটি পরিচালনা করছেন গান এবং এ সিনেমার ক্ষেত্রে কোনো রকম দেরি করেননি নির্মাতা। শুরুতেই খুব দ্রুত কাজ করে এরই মধ্যে শুটিং শেষ করেছেন। সিনেমার ম্যান অব স্টিল চরিত্রকে ফুটিয়ে তুলতে পরিশ্রম করেছেন কোরেন্সওয়েট। শারীরিক গড়নে পরিবর্তন এনেছেন। বাড়িয়েছেন ওজন। সিনেমার জন্য তিনি নিজেকে তুলেছেন ২৩৮ পাউন্ডে।

এ নিয়ে অভিনেতা বলেন, ‘আমি এর আগে কখনই এত ভারী ছিলাম না। সিনেমার জন্য ওজন গিয়ে ঠেকেছে ২৩৮ পাউন্ডে। শুটিং শুরুর সময়ও এত ওজন ছিল না আমার। এরপর বেড়েছে। অবস্থা এমন হয়েছে আমার কোনো প্যান্ট আর পরনে ফিট হতো না।’

এখানে আরেকটা সমস্যা হয় অভিনেতাদের। ওজন বাড়ানোর প্রক্রিয়া সুখকর নয়। এমনকি এরপর সে ওজন ধরে রাখাও বেশ কঠিন। এ নিয়েও কথা বলেছেন কোরেন্সওয়েট। তিনি বলেন, ‘ওজন বাড়ানোর প্রক্রিয়া শুরুতে খুব একটা ভালো অনুভূতি তৈরি করে না। যে অতিরিক্ত ওজন শরীরে এসেছে তা সামলানোর মতো প্রস্তুতি ছিল না শরীরের।’

মেনি থিংস পডকাস্টে তিনি বলেন, ‘সিনেমার শুট শুরু করার আগে যে ওজনে ছিলাম, সেটা ছিল আমার সবচেয়ে বড় শারীরিক পরিবর্তন। সবচেয়ে বেশি ওজন ছিল এ সময়। শুটিংয়ের আগে আবার ওজন কমে। শুটিং শুরু সময় ওজন ছিল ২২৮ বা ২৩০ পাউন্ড। আমি চেষ্টা করেছিলাম চরিত্রে নিজেকে উপস্থাপনের জন্য যতটা করা দরকার তা করতে।’

ডেভিডের প্রশিক্ষক ছিলেন পাওলো মাসচিতি। এ বছর মে মাসে তিনি ডেভিডের একটা ছবি প্রকাশ করেছিলেন। ইনস্টাগ্রামে ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ডেভিড তার সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করেছেন। এ ট্রেনিংয়ের আরো ছবি প্রকাশ করতে চাই আমি। তিনি আইকনিক একটা চরিত্রের জন্য দারুণ কাজ করেছেন। আরো দেখতে আমার সঙ্গেই থাকুন।’

এ সিনেমার জন্য ডিসি তাদের পরিকল্পনায় অনেক পরিবর্তন এনেছে। সব মিলিয়ে সিনেমাটি হতে পারে ডিসির অবস্থা পরিবর্তনের হাতিয়ার। এটি বক্স অফিসে কেমন করে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে গান তার নিজের মতো সিনেমাটি নির্মাণ করেছেন। মুক্তি পাবে ২০২৫ সালের ১১ জুলাই।

সূত্র: ভ্যারাইটি

আরও