দর্শকদের জন্য সালমান খানের ঈদ উপহার সিকান্দার। দক্ষিণের বিখ্যাত পরিচালক এ আর মুরুগাদোস পরিচালনা করেছেন সিনেমাটি। মুক্তির আগে বেশ হৈচৈ হয়েছিল সিকান্দার নিয়ে। এর অন্যতম কারণ সম্ভবত সিনেমাটির নির্মাতা মুরুগাদোস ও অভিনেতা সালমান খান। তার সঙ্গে আবার যুক্ত হয়েছেন রাশমিকা মানদানা। সিকান্দার প্রথম দিন ভারত থেকে আয় করেছে ২৬ কোটি রুপি। সেদিক থেকে বলতে হয় আশা পূরণ করতে পারেনি সিকান্দার। কেননা বিশ্লেষকদের ধারণা ছিল সিনেমাটি ৫৪ কোটি রুপি আয় করবে প্রথম দিনে।
সালমান খানের এ সিনেমা তার এর আগের ঈদের সিনেমার তুলনায় বক্স অফিসে খারাপ করেছে তাতে সন্দেহ নেই। এর কারণ হিসেবে দর্শক ও বিশ্লেষকরা জানাচ্ছেন কনটেন্ট হিসেবে সিনেমাটি খুব বেশি ভালো হয়নি। গল্প পছন্দ হয়নি দর্শকের। এছাড়া সালমান খানের অভিনয়ও আশানুরূপ হয়নি। এর আগে তার টাইগার জিন্দা হ্যায় ৩৪ কোটি, বজরঙ্গি ভাইজান ২৭ কোটি ও সুলতান ৩৬ কোটি রুপির ওপেনিং পেয়েছিল।
আজ ভারতে ঈদের ছুটি। সেই কারণে সিনেমা বিশ্লেষকরা আশা করছেন, আজ সিনেমাটি গতকালের চেয়ে বেশি আয় করতে পারে। কিন্তু সিনেমাটি যে হারে নেতিবাচক রিভিউ পাচ্ছে তাতে সন্দেহ হচ্ছে আসলেও ভালো আয় করবে কিনা।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস