গান নিয়ে ব্যস্ত সালমান!

১৫ বছর বয়স থেকে অভিনয় করছেন সালমান খান। সম্প্রতি এক সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন বলিউডের ‘ভাইজান’। তিনি বলেন, ‘আমার যখন সাড়ে ১৫ বছর বয়স তখন থেকেই কাজ করছি।

১৫ বছর বয়স থেকে অভিনয় করছেন সালমান খান। সম্প্রতি এক সাক্ষাত্কারে কথা জানিয়েছেন বলিউডের ভাইজান তিনি বলেন, আমার যখন সাড়ে ১৫ বছর বয়স তখন থেকেই কাজ করছি। আমি ভাগ্যবান। কারণ আমার কিছু ছবি যখন ফ্লপ হয়েছিল এবং চলচ্চিত্রে আমার ক্যারিয়ার সাফল্যের ধারায় ছিল না, তখনো আমি কাজ করেছি। আপনারা সবাই আছেন বলে লকডাউনের সময়েও আমি কাজ করার চেষ্টা করছি। লকডাউনের জীবন সম্পর্কে অভিনেতা ওয়ালুসচা ডিসুজাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি কথা বলেন।

সালমান খান বর্তমানে তার পানভেলের ফার্মহাউজে ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুর সঙ্গে আলাদা থাকছেন। লকডাউন চলা অবস্থায়ও নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন বলিউডের ভাইজান। তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। চ্যানেলে তিনি গান ভিডিও আপলোড করছেন। চ্যানেলে শিগগিরই দ্বিতীয় গান তেরে বিনা প্রকাশ পেতে চলেছে।

লকডাউনে সময় কাটানো প্রসঙ্গে অভিনেতা ওয়ালুসচা ডিসুজাকে সম্প্রতি সাক্ষাত্কার দিয়েছেন সালমান। ডিসুজাও সালমানের পানভেলের ফার্মহাউজেই অবস্থান করছেন। তাকে দেয়া ওই সাক্ষাত্কারে সালমান বলেন, আমি আমার মা বোনের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম। কিন্তু আমার মা সালমা বোন অর্পিতা খান তার বাচ্চাসহ মুম্বাইয়ে তাদের বাড়িতে অবস্থান করছেন। লকডাউন উঠে গেলেই তিনি বাড়িতে চলে যাবেন বলে জানান। সালমানের এই ফার্মহাউজে ডিসুজা বাদে জ্যাকুলিন ফার্নান্দেজ, লুলিয়া ভান্তুর নিতিন মাধোকও আছেন।

সালমান আরো জানান, তার ইউটিউব চ্যানেলে তিনি এর আগে পেয়ার কারোনা গানটি প্রকাশ করেছিলেন। এবার তিনি তেরে বিনা গানটি প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।

নিজস্ব ইউটিউব চ্যানেল থাকায় সেটা নিয়ে কিছু করার চিন্তা কাজ করছিল সালমানের মনে। তিনি বলেন, তার বেশ কয়েকটি গান রয়েছে, যেগুলো সম্ভবত চলচ্চিত্রের জন্য মানানসই না- হতে পারে। সে গানগুলোই মূলত তিনি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। চারদিন ধরে শুট করা তেরে বিনা গানটি এখন পর্যন্ত তার সস্তার প্রযোজনা বলে প্রকাশ করেছেন সালমান। গানা মেরে জেহাঁ মে গানটি আমার মাথায় ছিল। তাই মুহূর্তে এটি প্রকাশের কথা ভাবছিলাম’—তিনি যোগ করেন।

লকডাউনের সময় শুটিং চলাকালে তিনি অনেক কিছু শিখেছেন বলেও সাক্ষাত্কারে জানিয়েছেন। বিষয়ে সালমানের ভাষ্য, এটি নতুন কিছু শেখার অভিজ্ঞতা। তিনজন মানুষ সহজেই শুটিং করতে পারে। আমাদের কোনো মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্টের দরকার ছিল না। তবে ট্র্যাক সম্পাদনার কাজটি খুব সহজ ছিল না। বিষয়গুলো খুব ধীরগতির ছিল। এখানে প্রত্যেকে ওয়াইফাই ব্যবহার করছে। কিন্তু ইন্টারনেট এত ধীরগতির যে কিছু ফাইল ডাউনলোড করতে আমাদের ২৪ থেকে ৩৬ ঘণ্টাও লেগেছে। অবশেষে আমরা সম্পাদনার কাজ টিজার বের করতে পেরেছি’—সালমান বলেন। গতকাল তেরে বিনা গানটির টিজার প্রকাশ পেয়েছে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও