অন্য রকম ভালোবাসার গল্প নিয়ে আসছে ‘‌আরারাত’

ভিন্নধর্মী গল্প নিয়ে আসার জন্য সুনাম আছে নির্মাতা ভিকি জাহেদের। চলতি মাসেই নতুন ওয়েব সিরিজ ‘টিকিট’ নিয়ে আসেন এ নির্মাতা। দর্শকের কাছ থেকে প্রশংসাও পাচ্ছেন। এরই মাঝে ফের নতুন গল্প

ভিন্নধর্মী গল্প নিয়ে আসার জন্য সুনাম আছে নির্মাতা ভিকি জাহেদের। চলতি মাসেই নতুন ওয়েব সিরিজ ‘টিকিট’ নিয়ে আসেন এ নির্মাতা। দর্শকের কাছ থেকে প্রশংসাও পাচ্ছেন। এরই মাঝে ফের নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন ভিকি। নতুন ওয়েব সিরিজ আরারাত নিয়ে আসছেন তিনি আজ। ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে সিরিজটির স্ট্রিমিং হবে বলে জানিয়েছেন নির্মাতা।  

আরারাতের গল্প কেমন হবে জানতে চাইলে ভিকি জাহেদ বলেন, ‘আমরা এ ওয়েব সিরিজের কয়েকটা পোস্টার লুক প্রকাশ করেছি। পোস্টারগুলো খুব ইন্টারেস্টিংভাবে করার চেষ্টা ছিল আমাদের। ট্রেলার আসার পর অনেক প্রশ্ন শুনেছি। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সিরিজটা নির্মাণ করা, তাই ভালোবাসার গল্পই দেখাতে চেয়েছি। তবে আমার ভালোবাসার গল্পগুলো তো একটু অন্য রকম হয়, সে ধারা বজায় থাকবে আরারাতেও। এখানে ভালোবাসার সঙ্গে প্রতারণাও দেখা যাবে। গল্পটা অনেকদিন ধরেই মাথায় আসছিল। এখানে সম্পর্কের অন্ধকার দিকগুলো উঠে এসেছে। সব মিলিয়ে অন্য রকম কিছু দেখা যাবে, এর বেশি আর এখন না বলি।’

ছয় পর্বের ওয়েব সিরিজ আরারাতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তার বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা। এছাড়া আরো আছেন আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ ও রোজী সিদ্দিকী। ট্রেলার প্রকাশ হতেই আলোচনায় আছে সিরিজটি। গত বছরের শুরুতে ‘‌দ্য সাইলেন্স’ সিরিজ দিয়ে দর্শক মাতিয়েছিলেন ভিকি জাহেদ। আরারাতের ট্রেলার প্রকাশের পর সাইলেন্সের সব তারকাকে একসঙ্গে দেখে প্রশ্ন ওঠে, এটা কি ‘‌সাইলেন্স’ সিরিজের অংশ? এ বিষয়ে জানতে চাইলে ভিকি জাহেদ স্পষ্ট করে কিছু বলেননি। রহস্য রেখে বলেন, ‘‌ট্রেলার দেখে অনেকেই প্রশ্ন করছেন, আরারাত গত বছরের সাইলেন্সের সিকুয়াল কিনা। দর্শকের এ জানার আগ্রহ আমি উপভোগ করছি। আহ পুরো সিরিজটা দেখলেই সব উত্তর পেয়ে যাবে দর্শক। তবে এটা মনে রাখতে হবে আরারাত লাভ স্টোরি।’ 

গত বছর সাইলেন্স ওয়েব সিরিজে জুটি হয়ে অভিনয় করেছিলেন মেহজাবীন চৌধুরী ও শ্যামল মাওলা। নতুন বছরের পর্দায় মেহজাবীনকে দেখা যাবে আরারাত ওয়েব সিরিজের মধ্য দিয়ে। এ সিরিজে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আরারাতে রুপা চরিত্রে দেখা যাবে আমাকে। আর এ চরিত্র খুব সাধারণ। স্বামীকে নিয়েই রুপার সুখের সংসার। তবে হুট করেই সব পাল্টে যেতে থাকে তার জীবনে। কেন, কী কারণে, সেটা জানা যাবে আজ সিরিজটা স্ট্রিমিং এর পরই।’ 

ভিকি জাহেদের সঙ্গে এর আগেও একাধিক জনপ্রিয় কাজ করেছেন মেহজাবীন চৌধুরী। নাটক কিংবা ওয়েব কনটেন্ট দুই ধারায়ই এ অভিনেত্রী সমান জনপ্রিয়। তবে বর্তমানে নাটক থেকে ওয়েব কনটেন্টে বেশি দেখা যায় তাকে। ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ আরারাতে কাজের অভিজ্ঞতা নিয়ে মেহজাবীন বলেন, ‘ভিকি ভাই সবসময় দর্শকের মানসিকতা নিয়ে ভাবেন। দর্শক কী দেখতে চায়, সেটা খুঁজে বের করেন। আগেও কয়েকটা কাজ করেছি ভিকি ভাইয়ার সঙ্গে। আর এবার আরারাত নিয়ে বলব, কাজটির অভিজ্ঞতা দারুণ। টিমের সবাই অসাধারণ, আমরা সবাই নিজেদের সেরা পারফরম্যান্স দেয়ার চেষ্টা করেছি। আমি ও আমাদের সব আর্টিস্ট নিজেদের সেরাটি দেয়ার চেষ্টা করেছি। আশা করি, কাজটি দর্শকের উপভোগ্য হবে।’

তুরস্কের একটি পর্বতের নাম আরারাত। পর্বতটির নাম অনুসরণ করেই সিরিজের নাম রেখেছেন নির্মাতা। ২ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলারে বিজরী বরকতউল্লাহর কণ্ঠে বারবার উঠে আসে আরারাত পর্বতের কথা। থ্রিলার, সাসপেন্স আর ভালোবাসার মিশেলে আজ এ ওয়েব সিরিজে ভিকি জাহেদ কী চমক নিয়ে আসছেন, সেটা জানা যাবে সিরিজটির স্ট্রিমিং শুরু হলেই। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিকি ভক্তদের।

আরও