অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তামান্না ভাটিয়ার প্রেম ছিল। এখন ছিলই বলতে হবে কেননা তারা বিচ্ছেদের কথা প্রকাশ্যেই বলেছেন। তবে দুজনের প্রেম নিয়ে সরব ছিল মিডিয়া। দর্শকরাও তাদের প্রশংসা করেছেন। এরপর সম্পর্ক ভেঙে দিলেন। জানালেন প্রেমের সম্পর্ক না থাকলেও সুসম্পর্ক বজায় রাখছেন তারা দুজনেই। এতোকিছুর পরও তাদের নিয়ে আলোচনা কমেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় বললেন সম্পর্ক নিয়ে জল ঘোলা না করে বরং সেটা উপভোগ করা উচিত।
দুজনের বিচ্ছেদের খবর তাদের অনুরাগীদেরও বেশ হতাশ করেছিল। তবে সেই প্রসঙ্গে এত দিন তামান্না বা বিজয় কাউকেই খুব একটা কথা বলতে দেখা যায়নি। তবে সম্প্রতি বিজয় এ বিষয়ে কথা বলেছেন। তিনি শুধু তাদের সম্পর্কই নয়, বরং যেকোনো সম্পর্কেরই ভালো-মন্দ সবকিছু মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন।
আইএএনএসকে দেয়া এক সাক্ষাৎকারে বিজয় বলেন , ‘আপনি সম্পর্কের কথা বলছেন, তাই না? আমার মনে হয়, আইসক্রিমের মতো সম্পর্ককে উপভোগ করুন, তাহলে আপনি খুব সুখী থাকবেন। এর অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, তা গ্রহণ করুন এবং তা সঙ্গে নিয়ে এগিয়ে যান।’
প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। চলতি মাসের শুরুতে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। তবে তারা কেন আলাদা হলেন সে বিষয় এখনো স্পষ্ট নয়। বর্তমানে তামান্না ও বিজয় উভয়েই তাদের কাজ নিয়ে ব্যস্ত।
সূত্র: বলিউড হাঙ্গামা