‘লকডাউনটি আমাদের সবার জন্য সতর্কবার্তা’

প্রত্যেকেই কভিড-১৯ মহামারী মোকাবেলার জন্য নতুন নতুন উপায় গ্রহণ করছে। বলিউডের অভিনেত্রী ঊর্মিলা মার্তন্ডকরও নিজেকে এমন কাজে ব্যস্ত রাখছেন যা তাকে প্রফুল্ল রাখতে পারে। তিনি বিশ্বাস করেন যে লকডাউন দুনিয়ার সব মানুষকে আরো বৃহত্তর কোনো শিক্ষার দিকে পরিচালিত করবে।

প্রত্যেকেই কভিড-১৯ মহামারী মোকাবেলার জন্য নতুন নতুন উপায় গ্রহণ করছে। বলিউডের অভিনেত্রী ঊর্মিলা মার্তন্ডকরও নিজেকে এমন কাজে ব্যস্ত রাখছেন যা তাকে প্রফুল্ল রাখতে পারে।  তিনি বিশ্বাস করেন যে লকডাউন দুনিয়ার সব মানুষকে আরো বৃহত্তর কোনো শিক্ষার দিকে পরিচালিত করবে।

ঊর্মিলা বর্তমানে তার স্বামী মীর মহসিন আক্তারসহ মহাবলেশ্বরের কাছে তাদের ফার্ম হাউজে অবস্থান করছেন। বই পড়া এবং গান শোনার পাশাপাশি যোগ ব্যায়াম করে নিজের সময় কাটাচ্ছেন তিনি। ঊর্মিলা বলেন, বর্তমান পরিস্থিতি আমাদের সবার জন্য একটি সতর্কবার্তার মতো। আমরা প্রতিটি সম্ভাব্য উপায়ে প্রকৃতিকে শোষণ করেছি। এখন সময় আমাদের হাত গুটিয়ে নেয়ার।

এই অভিনেত্রী যেভাবে পারছেন দরিদ্র মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমার একজন বন্ধু তার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে চিন্তিত ছিলেন। তারা  শহরের অন্য এক অঞ্চলে ছিলেন এবং তাদের জরুরিভাবে ওষুধের প্রয়োজন ছিল। সময়মতো ওষুধ পৌঁছার জন্য আমরা পুলিশের সহায়তা নিয়েছিলাম। দিনমজুর, কৃষক, অভিবাসী শ্রমিকদের দুর্দশা আমাকে চিন্তিত করে।

ঊর্মিলা আরো বলেছেন যে যারা লকডাউনে ঘরে বসে থাকা নিয়ে অভিযোগ করছেন, তাদের উচিত সারা জীবন ঘরের মধ্যে থেকে সংসার চালিয়ে যাওয়া গৃহিণীদের স্যালুট জানানো। এই নারীরাই হলেন আসল নায়ক।

মহিলা শিশুদের বিরুদ্ধে গৃহস্থালি সহিংসতার বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি হতাশা প্রকাশ করে বলেন, ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আমাদের রায় দেয়া উচিত নয়। নারীদের উচিত অন্য নারীদের পাশে দাঁড়ানো। নারীরা যেসব সমস্যার মুখোমুখি হন তার বেশির ভাগই অন্য মহিলাদের কারণে হয়ে থাকে। আমার ক্যারিয়ারে, আমি সবসময় সহকর্মীদের সঙ্গে সব ধরনের হালকা আলোচনা এড়িয়ে গিয়েছি এবং অন্য নারীদের অনুভূতিতে আঘাত না করার বিষয়টি নিশ্চিত করেছি। তিনি আরো যোগ করেন, আমাদের কোথায় ভুল হচ্ছে তা এখন মূল্যায়নের সময় এসেছে। এই লকডাউনটি আমাদের আত্মসচেতন করুক, আমাদের মানবিক করুক।

সবাই ঊর্মিলার বড় পর্দায় প্রত্যাবর্তনের প্রত্যাশায় থাকলেও এই অভিনেত্রী প্রকাশ করেছেন যে তিনি ওয়েব ডেবিউয়ের জন্য আলোচনায় ছিলেন। তিনি বলেন, মার্চ মাসে আমাদের শুটিং শুরু করার কথা ছিল কিন্তু তার পরই লকডাউন শুরু হয়। দেখা যাক কী হয়।

সূত্র: ডিএনএ

আরও