ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সাফা কবির। বছরজুড়েই নাটকে অভিনয় করেন তিনি। আর বিশেষ দিন কিংবা উৎসবে কাজের ব্যস্ততা আরো বেড়ে যায় তার। ওয়েবমাধ্যমেও নিয়মিত সাফা কবির। সম্প্রতি ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘টিকিট’-এর একটি চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তিনি।
টিকিটে সাফার চরিত্রের নাম সুবর্ণা। এ চরিত্রের মধ্য দিয়ে একেবারেই ভিন্নভাবে হাজির হয়েছেন সাফা। সিরিজটিতে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘টিকিট ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই ইতিবাচক মন্তব্য শুনতে পাচ্ছি দর্শকের কাছ থেকে। বিভিন্ন কারণে টিকিট আমার কাছে স্পেশাল। এটা আমার নতুন বছরের দ্বিতীয় কাজ। আমার খুব পছন্দের ডিরেক্টর ভিকি জাহেদ ভাই। তার কাজে আমি অভিনয় করেছি, খুবই ভালো লেগেছে। এর আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। এ সিরিজের গল্প ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আমি এর আগে ডার্ক কমেডি করিনি, চরিত্র করতে গিয়ে ভালো কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।’
সিরিজের গল্প ও চরিত্র নিয়ে বলতে গিয়ে সাফা বলেন, ‘এর পুরো গল্পটা একটা বাসে করা হয়েছে। টিকিটকে কেন্দ্র করেই এ সিরিজের গল্প আর গল্পটা খুব সুন্দর। এতে অনেক আর্টিস্ট অভিনয় করেছেন। এর সবচেয়ে সুন্দর বিষয় হলো প্রত্যেকটা চরিত্রকে ভিন্নভাবে এখানে দেখানো হয়েছে। প্রত্যেকটা চরিত্রের আলাদা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আমার কাছে মনে হয়েছে সবাই এখানে কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করেছে। যেমন সিয়াম ভিন্নভাবে ভিন্ন লুকে কাজটা করেছে। মনোজদা কমফোর্ট জোনের বাইরে এসে কাজ করেছেন। সবকিছু মিলিয়েই আমাদের সবার চেষ্টা ছিল ভালো কিছু করার।’ ওয়েবমাধ্যমে ‘বলি’ ও ‘কুহেলিকা’ দিয়েও দর্শকের প্রশংসা পেয়েছিলেন সাফা কবির। আর এবার টিকিট দিয়ে ওয়েবমাধ্যমে হাজির হলেন এ অভিনেত্রী।
ওটিটির ব্যস্ততা সামলে ছোট পর্দায়ও নিয়মিত সাফা। ভালো গল্প ও চরিত্রে দেখা যায় তাকে। চলতি বছর সাফার প্রথম কাজ ছিল ‘আফসোস’ নাটকটি। এ নাটকে তার বিপরীতে ছিলেন খায়রুল বাসার। আসন্ন কাজ নিয়ে জানতে চাইলে সাফা জানান, ভালোবাসা দিবসে নতুন গল্পে আরেকটি নাটকে দেখা যাবে তাকে। নাটকের নাম ‘লাভ বাজ’। বন্ধুত্বের গল্প নিয়ে ‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’ নামের দুটি নাটক নির্মাণ করেছিলেন কাজল আরেফিন অমি। দুটি নাটকই দুই ঈদে প্রচারের পর পেয়েছিল দর্শকপ্রিয়তা। ফের নাটকটির সিকুয়াল ‘লাভ বাজ’ নাটকটিও নির্মাণ করেছেন অমি। নির্মাতা অমি তার ফেসবুক অ্যাকাউন্টে এ নাটকে সাফার দুটি ছবি পোস্ট করে জানিয়েছেন, নাটকটি ভালোবাসা দিবসেই আসছে। সিরিজের অন্য নাটকের মতো এ নাটকে সাফার সহশিল্পী হিসেবে আছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, শরাফ আহমেদ জীবনসহ আরো অনেকে। অন্যদিকে খায়রুল বাসারের বিপরীতে আরো একটি নাটকে অভিনয় করেছেন সাফা। যার নাম ‘অন্তত কথা হোক’। নাটকটি রচনা করেছেন সোহাইল রহমান ও পরিচালনা করেছেন সেলিম রেজা। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা করেন সাফা কবির। ‘এইটিন: অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয় করে ২০১৫ সালে অভিনেত্রীর খাতায় নাম লেখান এ অভিনেত্রী। একাধিক ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন সাফা। বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে আছে দেয়াল, বান্ধবী, খোকা, কানামাছি, অক্ষর।