দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ আবদুন নূর সজল। মডেলিংয়ের মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রাখেন তিনি। এরপর নাটক, সিনেমা ও হাল আমলে ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করে পেয়েছেন দর্শকের ভালোবাসা। এক যুগেরও অধিক সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন এ অভিনেতা। সম্প্রতি নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন তিনি। সিনেমার নাম ‘জীবনের খেলা’। এটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের এ সিনেমায় সজলের নায়িকা বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী সিন্ডি রোলিং। তিনি এর আগে ‘কিস্তিমাত’, ‘মুসাফির’, ‘মেঘের কপাট’, ‘চোরাবালি’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এটি তাদের প্রথম যৌথ কাজ।
অ্যাকশনধর্মী সিনেমাটি নিয়ে সজল জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সজলের ভাষায়, ‘বেশ কয়েক মাস আগে থেকে কাজটি করার কথাবার্তা চলে আসছিল। অবশেষে ফেব্রুয়ারিতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আর ২০ ফেব্রুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে জানালাম।’
ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং পর্ব শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা সময় নিয়েই শিগগির শুরু হবে। এ নিয়ে জানতে চাইলে সজল বলেন, ‘আমাদের কথা ছিল ফেব্রুয়ারিতেই শুটিং পর্ব শুরু করার। তবে এখন প্রস্তুতি নিচ্ছি, কোনো ঘাটতি রেখে কাজ করতে চাই না। জীবনের খেলা সিনেমায় আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। চরিত্রটা যাতে দর্শক উপভোগ করতে পারেন সেভাবেই প্রস্তুত হচ্ছি। আমাদের পুরো টিমও সেভাবে তৈরি হচ্ছে। দর্শক যেন সিনেমাটা পছন্দ করে সেটাই আমাদের চাওয়া।’
দীর্ঘদিনের ক্যারিয়ারে সজল পর্দায় ধরা দিয়েছেন ভিন্নভাবে। এ অভিনেতার দেখা মেলে ভিন্নধর্মী চরিত্রে। গত বছর ‘জ্বিন’ ও ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা দুটিতে দুভাবে হাজির হয়েছিলেন তিনি। দর্শকের প্রশংসাও কুড়িয়েছিলেন। জীবনের খেলা সিনেমায় সজলের চরিত্র নিয়ে জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘জীবনের খেলা সিনেমায় আমার চরিত্রটা বেশ অন্য রকম। এমন চরিত্র আগে করা হয়নি আমার। আমি সবসময় এমন সব চরিত্র করতে চেয়েছি, যেটা আগে করিনি। কিংবা যে চরিত্রে চ্যালেঞ্জ বেশি সেসব চরিত্র আমি করতে চাইতাম। এতে আমি নতুন কিছু শিখতে পারি। ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব ও বোঝাপড়া দরকার, সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আছে। এ সিনেমায় দর্শক আমাকে নতুনভাবে পাবেন বলেই আশা করছি।’
তরুণ নির্মাতা ওয়ালিদ আহমেদ গত বছরের শেষে ‘মেঘের কপাট’ সিনেমাটি দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এ বছর তিনি জীবনের খেলা সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন। ওয়ালিদ আহমেদ জানান, প্রেম ও দ্রোহের গল্প নিয়ে জীবনের খেলা সিনেমা, যেখানে অ্যাকশন আছে। অ্যাকশনধর্মী সিনেমায় সজলকে নেয়া প্রসঙ্গে ওয়ালিদ আহমেদ বলেন, ‘সজলের কিছু কাজে লুক দেখে আমার মনে হয়েছে, তাকে নিয়ে দারুণ অ্যাকশন সিনেমা করা সম্ভব। আমার সজলের প্রতি ভরসা আছে। ২০১৫ সালে ‘‘রান আউট’’ সিনেমা দেখেই সজলকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমায় কাজের আগ্রহ তৈরি হয়েছিল। আর ২০২৪ সালে এসে সে সুযোগটা হয়ে গেল।’
নির্মাতা জানান, এ সিনেমার গান নিয়েও আশাবাদী তিনি। জীবনের খেলা সিনেমার সংগীত পরিচালনায় আছেন হৃদয় খান, সজীব দাস ও নাভেদ পারভেজ।