ঈদ আনন্দের মাঝে কারো মন ফিরে যায় পুরোনো দিনগুলোতে। বিশেষ করে যারা হারিয়েছেন প্রিয়জন। সেরকমই একজন সায়রা বানু। বলিউডের এক কালের দাপুটে এ অভিনেত্রী তার প্রিয় মানুষ দিলীপ কুমারকে হারিয়েছেন ২০২১ সালে। ১৯৬৬ সালে সায়রা ও দিলীপ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বলিউডের এই কিংবদন্তী জুটির প্রেম তাদের অভিনয় জীবনের মতোই আলোচিত।
দিলীপ কুমারের সঙ্গে কাটানো ঈদের মুহূর্তগুলো আজও সায়রা বানুর হৃদয়ে অমলিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে সেই আনন্দ ও ভালোবাসার কথা তুলে ধরেছেন তিনি। ইনস্টাগ্রামে সায়রা বানু লিখেছেন, ছোটবেলায় ঈদের সময় ঘর আলোর ঝলকানিতে ভরে উঠত। তবে দিলীপের সঙ্গে বিয়ের পর ঈদ যেন এক নতুন রূপ পায়। সে সময় তা হয়ে উঠেছিল ভালোবাসা, মঙ্গলকামনা আর বন্ধনের প্রতীক।
তখন ঈদের সকাল ছিল একদম অন্য রকম। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের পালি হিলের বাসার দরজায় হাজির হতেন লোকসংগীতশিল্পীরা। ঢোল আর ভেঁপুর সুরে ঘর ভরে উঠত। শুভাকাঙ্ক্ষীদের পাঠানো ফুল, মিষ্টি আর উপহারে সেজে উঠত পুরো বাড়ি।
দিলীপ কুমারের কাছে ঈদের আসল আনন্দ ছিল মানুষকে আপন করে নেয়ায়। সায়রা বানু আবেগাক্রান্ত মনে লিখেছেন, দিলীপ কুমার বিশ্বাস করতেন, একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তিনি কত মানুষের হৃদয় ছুঁতে পেরেছেন তার মাধ্যমে। ঈদের দিন তিনি বন্ধু, সহকর্মী, এমনকি সাধারণ ভক্তদের জন্যও দরজা খুলে দিতেন।
সায়রা বানুর স্মৃতিতে, ঈদ মানে শুধু উৎসব নয়, আত্মার মিলন। এই দিনে তাদের ঘর ভালোবাসার বন্ধনে ভরে উঠত। তাদের পৃথিবী যেন শান্তিময় হয়ে উঠত, যেখানে শুধু থাকত ভালোবাসার ছোঁয়া।
সূত্র: বলিউড হাঙ্গামা