৫ কোটি রুপির ল্যাম্বরগিনি উপহার পেলেন জাহ্ন বী কাপুর

অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে ভালো বন্ধুত্ব অনন্যা বিড়লার। এবার সেই বন্ধুত্ব প্রকাশে জাহ্নবীকে উপহার দিলেন অনন্যা।

অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে ভালো বন্ধুত্ব অনন্যা বিড়লার। এবার সেই বন্ধুত্ব প্রকাশে জাহ্নবীকে উপহার দিলেন অনন্যা। তবে সাধারণ কোনো উপহার নয়। রীতিমতো একটি গাড়ি উপহার দিয়েছেন তিনি। জাহ্নবীকে ৫ কোটি রুপি মূল্যের একটি ল্যাম্বরগিনি উপহার দিয়েছেন অনন্যা বিড়লা। গত শুক্রবার গাড়িটি জাহ্নবীর বাড়িতে পৌঁছে যায়। আশপাশের সবাই মুগ্ধ দৃষ্টিতে দেখেছে গাড়িটি। এর অন্যতম কারণ একদম সাজিয়ে গুছিয়ে পাঠানো হয়েছিল ল্যাম্বরগিনিটি।

এখানেই শেষ নয়। ল্যাম্বরগিনির সঙ্গে একটি গিফট বক্সও ছিল। লম্বা বক্সটি একটি উপহারের ফিতা দিয়ে বাঁধা ছিল। এর ওপরে নোটে লেখা ছিল, ‘ভালোবাসার সঙ্গে, অনন্যা বিড়লা।’

অনন্যা বিড়লার সঙ্গে জাহ্নবী কাপুরের বন্ধুত্ব দীর্ঘদিনের। শিল্পপতি কুমার মঙ্গল ও নীরজা বিড়লার কন্যা অনন্যা বিড়লা একজন কণ্ঠশিল্পী ও উদ্যোক্তা। ২০১৬ সালে অনন্যার ক্যারিয়ার শুরু হয়। ওই বছরই তার প্রথম সিঙ্গেল লিভিং দ্য লাইফ প্রকাশ হয়। প্রযোজনা করেছিলেন জিম বেঞ্জ।

একটা কথা উঠছে যে জাহ্নবীকে গাড়ি দেয়ার পেছনে আরো কোনো গল্প আছে কিনা। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে কানাঘুষা আছে। তারা বলছে, অনন্যা বিড়লা একটি প্রসাধনী ব্র্যান্ড শুরু করতে চাইছেন। সে ব্র্যান্ডের পণ্যদূত হিসেবে জাহ্নবী কাপুর থাকার সম্ভাবনা বেশি। সে কারণেই বান্ধবী ও সম্ভাব্য পণ্যদূতকে উপহার প্রেরণ করেছেন অনন্যা বিড়লা।

তেমনটা হলে অবাক হওয়ার কিছু নেই। জাহ্নবী কাপুর এখন বেশ আলোচনায় আছেন। তার অভিনীত ও মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘দেবারা: পার্ট ওয়ান’। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করে প্রশংসাও পেয়েছেন শ্রীদেবীকন্যা। সম্প্রতি কয়েকটি ফ্যাশন শোর র‍্যাম্পে হেঁটেও নজর কেড়েছেন তিনি। সেই সব মিলিয়ে জাহ্নবীর হাতে সিনেমাও এখন অনেক। প্রায় ১০টি সিনেমা তার হাতে আছে। এর মধ্যে আছে রাকেশ ওমপ্রকাশ মেহরার কর্ণ, রোহিত ধাওয়ানের র‍্যাম্বো, তুষার জালোটার স্পাইডার, অনুভূতি কাশ্যপের সানডে ও করণ জোহরের তখত। সিনেমাগুলোর কোনো কোনোটি প্রি-প্রডাকশনে আছে।

সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা

আরও