পুলিত্জারজয়ীদের নাম ঘোষণা পিছিয়ে গেল

পুলিত্জার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা কভিড-১৯ মহামারীর কারণে স্থগিত হয়েছে। পুলিত্জার প্রাইজ বোর্ডের প্রশাসক ডানা ক্যানেডি বলেন, বোর্ডে অনেক সাংবাদিক অন্তর্ভুক্ত আছেন, যারা নভেল করোনাভাইরাস মহামারী নিয়ে রিপোর্টিংয়ে সম্মুখ সারিতে থেকে কাজ করছেন।

পুলিত্জার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা কভিড-১৯ মহামারীর কারণে স্থগিত হয়েছে। পুলিত্জার প্রাইজ বোর্ডের প্রশাসক ডানা ক্যানেডি বলেন, বোর্ডে অনেক সাংবাদিক অন্তর্ভুক্ত আছেন, যারা নভেল করোনাভাইরাস মহামারী নিয়ে রিপোর্টিংয়ে সম্মুখ সারিতে থেকে কাজ করছেন।

পুলিত্জার প্রাইজ বোর্ড বছরের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণার তারিখ পিছিয়েছে। সংস্থাটি মঙ্গলবার জানায়, বোর্ডের কিছু সদস্য বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে ব্যস্ত থাকায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাংবাদিকতা চারুকলায় পুলিত্জার বিজয়ীদের নাম ঘোষণা ২০ এপ্রিল থেকে মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুলিত্জার প্রাইজের অ্যাডমিনিস্ট্রেটর ডানা ক্যানেডি বলেন, বোর্ডে এমন অনেক সাংবাদিক রয়েছেন যারা নভেল করোনাভাইরাস মহামারী নিয়ে সাংবাদিকতায় ব্যস্ত রয়েছেন। যেহেতু তারা গুরুত্বপূর্ণ মিশনের দিকে মনোনিবেশ করবেন, তাই স্থগিতাদেশ ২০২০ সালের পুলিত্জার প্রাইজের চূড়ান্ত প্রার্থীদের পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করার জন্য অতিরিক্ত সময় সরবরাহ করবে।

ক্যানেডি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে জনসেবা প্রদানের জন্য সাংবাদিকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সময়। এটি সাহিত্য চারুকলার দক্ষতাও প্রদর্শন করবে মানব চেতনাকে পরিবহন উন্নীত করার মধ্য দিয়ে। পুলিত্জার প্রাইজ জাতীয় শ্রেষ্ঠত্বই উদযাপন করে আসছে শতাব্দী ধরে। মে মাসে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় বার্ষিক মধ্যাহ্নভোজও স্থগিত করা হবে। বিজয়ীদের সংবর্ধনার বিবরণ পরে ঘোষণা করা হবে। পুলিত্জার প্রাইজ ১৯১৭ সালে প্রথমবার দেয়া হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকতায় পুরস্কারকে সর্বাধিক মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে বিবেচনা করা হয়।

 

সূত্র: হলিউড রিপোর্টার


আরও