চ্যালেঞ্জ নিয়ে নতুন রূপে আসছেন বাঁধন

বড় পর্দায় আসছেন আজমেরী হক বাঁধন। ২০২১ সালে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিষেক হয়েছিল এ অভিনেত্রীর।

বড় পর্দায় আসছেন আজমেরী হক বাঁধন। ২০২১ সালে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিষেক হয়েছিল এ অভিনেত্রীর। প্রথম সিনেমা দিয়েই দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছিলেন বাঁধন। এরপর আর কোনো সিনেমায় না দেখা গেলেও তিন বছর পর প্রেক্ষাগৃহে আসছেন তিনি। সিনেমার নাম ‘এশা মার্ডার: কর্মফল’। ‘ব্ল্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানি সানোয়ার এটি নির্মাণ করেছেন। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি প্রকাশ পেয়েছে এ সিনেমার টিজার। রহস্য, নৃশংসতা, হত্যা, রহস্য উদ্ঘাটনের চেষ্টা, সব মিলিয়ে জমজমাট থ্রিলার সাসপেন্সের মিশেলে এশা মার্ডার: কর্মফলের টিজার। যেখানে পুলিশ অফিসার লিনা রূপে ধরা দিলেন আজমেরী হক বাঁধন। ১ মিনিটের টিজারে প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী।

কপ ক্রিয়েশন ও বিঞ্জের যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটিতে বাঁধনের সঙ্গে অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ। চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’। সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছেন লিডস এন্টারটেইনমেন্ট। গত বছর জমকালো আয়োজনে সিনেমাটির নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়েছিল। এরই মধ্যে প্রায় এর ৯৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। তাই রোজার ঈদে সিনেমাটির মুক্তির কথা থাকলেও সেটি হচ্ছে না বলে জানান নির্মাতা। টিজারে জানানো হয়েছে আগামী ঈদুল আজহায় দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’।

সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘এএসপি লিনা চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে গল্পটা যেহেতু আমার দারুণ লেগেছে, তাই এ চ্যালেঞ্জ নিয়ে আমি নিজেকে প্রস্তুত করেছি। আমার বিশ্বাস দর্শকরা টিজারে সেটার কিছু প্রমাণ পেয়েছেন।’

পর্দায় পুলিশ হয়ে ওঠার গল্প নিয়ে বাঁধন বলেন, ‘পুলিশের চরিত্রে এর আগে অভিনয় করিনি। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতেই দেড়-দুই মাস এ প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম। যেহেতু এ সময় পুলিশের ট্রেনিং নেয়া সম্ভব নয়, তাই চেষ্টা করেছি নারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার চরিত্রের সঙ্গে তার অনেক মিল আছে। অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেছিলাম শুটিং শুরুর আগেই।’

সিনেমাটির লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘এ টিজারে পুরো চলচ্চিত্রের একটি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরির চেষ্টা করেছি, যা দেখে দর্শকরা সিদ্ধান্ত নিতে পারেন যে এশা মার্ডার তারা দেখবেন কি দেখবেন না। যদিও গান ও ট্রেলারসহ আরো কত কি এখনো বাকি।’ 

এশা মার্ডার: কর্মফল সিনেমায় এশা চরিত্রে অভিনয় করবেন পূজা ক্রুজ। এ সিনেমা দিয়েই অভিষেক হতে যাচ্ছে তার। সিনেমাটি নিয়ে পূজা ক্রুজ বলেন, ‘এশা চরিত্রের এশা হয়ে ওঠার জন্য দীর্ঘদিন চর্চা করতে হয়েছে। টিমের সবাই কষ্ট করেছেন। সবার সম্মিলিত সে প্রচেষ্টার কিছুটা ছাপ হয়তো টিজারে পাওয়া গেছে। তবে আমার চলচ্চিত্রে আগমনের শুরুতেই এমন বড় প্রজেক্টে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

অন্যদিকে এশা মার্ডার: কর্মফল সিনেমাটির গল্প নিয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘সিনেমাটি হতে যাচ্ছে সত্য ঘটনাকে কেন্দ্র করে। আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনাকে ঘিরে এ সিনেমার গল্প। ২০০৯ সালে ঘটে যাওয়া এ কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। কর্মজীবনে বহু খুন তদন্ত করেছি। তবে ওই খুনের ঘটনা আমাকে বিশেষভাবে নাড়া দেয়। ওই ঘটনা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর পরই। অ্যাকশন থেকে বের হয়ে এবার খুন রহস্যে ঢুকে গেলাম। ২০১৮ সালে সিনেমাটি নিয়ে লিখতে বসেছিলাম, অবশেষে ঈদুল আজহায় সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে। আশা করছি, দর্শক অন্য রকম এক খুনের ঘটনা জানতে পারবে।’

এ সিনেমায় আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।

আরও