ছেলের সিনেমা দিয়ে ফিরছেন ড্যানিয়েল ডে লুইস

অভিনেতা ড্যানিয়েল ডে লুইস অবসরের ঘোষণা দিয়েছিলেন। তার ভক্তরা চেয়েছিলেন তিনি অবসর না নেন।

অভিনেতা ড্যানিয়েল ডে লুইস অবসরের ঘোষণা দিয়েছিলেন। তার ভক্তরা চেয়েছিলেন তিনি অবসর না নেন। অবশেষে ভক্তদের ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে। অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন লুইস। সাত বছর পর আবারো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এ অভিনেতা। ফিরছেন একটি বিশেষ কারণে। পুত্র পরিচালিত সিনেমায় অভিনয় করছেন তিনি। তার ছেলে রোনান ডে লুইস তার অভিষেক সিনেমাটি নির্মাণ করছেন। সিনেমার নাম ‘অ্যানেমোন’। এর গল্প লিখেছেন রোনান ও ড্যানিয়েল। 

সিনেমার গল্পটি বাবা ছেলের সম্পর্ক নিয়ে। এ বিষয়ে জানানো হয়েছে, ‘পরিবার ও পিতা-পুত্রের মধ্যে সম্পর্ক এবং এর নানা অনুষঙ্গ নিয়ে রচিত হয়েছে সিনেমাটির গল্প।’ এতে ড্যানিয়েল ডে লুইস আছেন প্রধান চরিত্রেই। সিনেমা প্রযোজনা করছে ফোকাস ফিচার।

এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান পিটার কুজাওস্কি বলেন, ‘আমরা একজন অসাধারণ ভিজুয়াল আর্টিস্ট ও অভিনেতার সঙ্গে কাজ করছি। রোনানের মধ্যে আমরা সে ভিজুয়াল আর্টিস্টকে পেয়েছি। আর ড্যানিয়েল ডে লুইসকে কে না জানে। তিনি এ সিনেমার ক্রিয়েটিভ কোলাবোরেটরও হতে যাচ্ছেন।’ 

সিনেমার গল্প ও চিত্রনাট্য নিয়েও প্রয়োজক রীতিমতো উচ্ছ্বসিত। এ নিয়ে তিনি বলেন, ‘তারা সত্যিই ভিন্ন ধারার একটি চিত্রনাট্য লিখেছেন। আর সে গল্পকে আমরা তাদের কল্পনা অনুসারেই দর্শকের সামনে আনার সর্বোচ্চ চেষ্টা করছি।’

এ সিনেমার মধ্য দিয়ে ড্যানিয়েল আবারো যুক্ত হচ্ছেন ফোকাস ফিচারের সঙ্গে। তাদের সঙ্গেই ড্যানিয়েল কাজ করেছিলেন ফ্যান্টম থ্রেড সিনেমায়। 

রোনান ডে লুইসের মধ্যে সম্ভাবনা দেখছেন প্রযোজক। ২৬ বছর বয়সী রোনান একজন চিত্রকর। গতকাল থেকে হংকংয়ে তার চিত্রকর্মের একটি একক প্রদর্শনী হচ্ছে। এরপর হবে নিউইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসে। 

ড্যানিয়েল ডে লুইস তার অভিনয় ও অভিনয় জীবন থেকে সরে আসতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন, অভিনয়ে তার দেয়ার মতো আর কিছু নেই। তিনি এ নিয়ে বলেন, ‘আমি জানি সরাসরি এমন কোনো ঘোষণা দেয়া একটু বাড়াবাড়ি, কিন্তু একটা সীমানা টানতে চেয়েছিলাম।’

সূত্র: ভ্যারাইটি

আরও