টেলিছবিতে বঙ্গমাতা চরিত্রে জ্যোতিকা জ্যোতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৭৫-এর ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ পরিবার ও নিকট আত্মীয়দের হত্যা করা হয়েছিল। সে পুরো হত্যাযজ্ঞ শেখ রাসেল নিজ চোখে দেখেছিলেন লুকিয়ে থেকে। একে একে প্রাণের চেয়ে প্রিয় বাবা, মা, বড় দুই ভাই, ভাবিসহ আত্মীয়-স্বজনের মৃত্যুর আর্তনাদ শুনেছিলেন তিনি। বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে সবশেষে ঘাতকদের শিকার হন শেখ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৭৫-এর ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ পরিবার ও নিকট আত্মীয়দের হত্যা করা হয়েছিল। সে পুরো হত্যাযজ্ঞ শেখ রাসেল নিজ চোখে দেখেছিলেন লুকিয়ে থেকে। একে একে প্রাণের চেয়ে প্রিয় বাবা, মা, বড় দুই ভাই, ভাবিসহ আত্মীয়-স্বজনের মৃত্যুর আর্তনাদ শুনেছিলেন তিনি। বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে সবশেষে ঘাতকদের শিকার হন শেখ রাসেল। টেলিছবির নাম ‘আমি মায়ের কাছে যাবো’। সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে টেলিছবিটি নির্মাণ করবেন হাসান রেজাউল এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন প্রসূন রহমান। চিত্রনাট্যও লিখেছেন নাট্যকার সহিদ রাহমান।

এ টেলিছবির শেখ রাসেল চরিত্রে অভিনয় করবে শিশুশিল্পী দিহান, বঙ্গমাতা চরিত্রের জ্যোতিকা জ্যোতি, শেখ রাসেলের গৃহশিক্ষিকা গীতালি চরিত্রে তানজিকা আমিন এবং ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষিকা চরিত্রে ডলি জহুর। এছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা চলছে সাদিয়া আয়মানের এবং শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনার।

টেলিছবিটি নিয়ে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘টেলিছবিটা আমাদের ইতিহাসের একটা অংশ তুলে ধরবে। এতে আমার সৌভাগ্য যে এমন চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। দারুণ একটা অভিজ্ঞতা হবে বলে আমি মনে করি। সব মিলিয়ে দর্শক ভালো কিছু দেখবেন বলে আশা করছি।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। গৌতম কৈরীর পরিচালনায় এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জ্যোতিকা জ্যোতি। আর এবারে ‘আমি মায়ের কাছে যাবো’ টেলিছবি দিয়ে আরো একবার বঙ্গমাতা চরিত্রে হাজির হচ্ছেন এ অভিনেত্রী।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বঙ্গমাতার কথা উল্লেখ করে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘‌আমাদের ইতিহাসের সঙ্গে জড়িত আছে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান। আমার সৌভাগ্য, এমন মহীয়সী নারীর জীবনী পর্দায় রূপদান করার সুযোগ পেয়েছিলাম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বঙ্গমাতায় অভিনয় করে।’

সহিদ রাহমান জানান, টেলিছবিটির শুটিং শুরু হবে আগামী ১০ মে। যেহেতু ১৬ জুন টেলিছবিটির প্রিমিয়ার শো হবে ভারতের কলকাতা ও দিল্লিতে, তাই তার আগেই সব কাজ শেষ হয়ে যাবে। এরপর ঢাকায়ও বেশ আড়ম্বরের সঙ্গে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

নির্মাতা জানান, টেলিছবিটি ৯০ মিনিটের। গত বুধবার অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিছবিটির চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উদ্বোধন করা হয়েছে। এ টেলিছবির সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও