ভারতে মুক্তি পাচ্ছে ‘দরদ’

গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’।

গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’। শাকিব খান অভিনীত সিনেমাটি প্যান ইন্ডিয়ান দাবি করলেও এটি ভারতেই মুক্তি পায়নি। এ নিয়ে সমালোচনা কম হয়নি। অবশেষে এ সিনেমা মুক্তির তিন মাস পর ভারতে মুক্তির খবর জানা গেল। ২৮ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ।

আরও