অস্কার জিততে প্রচারণায় ১০ কোটি ডলার খরচ করেছে নেটফ্লিক্স!

৯২তম অস্কার আসরে নিজেদের ছবির প্রচারণার জন্য ১০ কোটি ডলার খরচের খবর নাকচ করে দিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। নেটফ্লিক্সের অরিজিনাল ফিল্মস বিভাগের প্রধান স্কট স্টাবার বলেছেন, অন্য স্টুডিওরা করে না এমন কোনো কাজ তারা করেন না।

৯২তম অস্কার আসরে নিজেদের ছবির প্রচারণার জন্য ১০ কোটি ডলার খরচের খবর নাকচ করে দিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। নেটফ্লিক্সের অরিজিনাল ফিল্মস বিভাগের প্রধান স্কট স্টাবার বলেছেন, অন্য স্টুডিওরা করে না এমন কোনো কাজ তারা করেন না।

সম্প্রতি দি ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অস্কারের ৯২তম আসর উপলক্ষে নিজেদের ছবির প্রচারণার জন্য নেটফ্লিক্স ১০ কোটি ডলার ব্যয় করেছে। এ ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য মার্টিন স্করসেসের দি আইরিশম্যান, নোহা বমবাখের ম্যারিজ স্টোরি এবং ফের্নান্দো মিরেলেজের দ্য টু পোপস। ৯২তম অস্কারে নেটফ্লিক্স মোট ২৪টি মনোনয়ন পেয়েছে, যা কোনো একক স্টুডিওর জন্য এটাই সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন।

নেটফ্লিক্স তাদের সাতটি ছবির জন্য মনোনয়ন পেয়েছে, যার মধ্যে আছে অরিজিনাল অ্যানিমেশন ক্লাউস ও আই লস্ট মাই বডি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্টরা হিসাব করে দেখিয়েছেন নেটফ্লিক্স প্রচারণায় ১০ কোটি ডলারের বেশি খরচ করছে, যার মূল অংশটি যাচ্ছে মার্টিন স্করসেসের দি আইরিশম্যান, নোহা বমবাখের ম্যারিজ স্টোরি-এর পেছনে। খরচের এ হার অন্য যেকোনো স্টুডিওর চেয়ে বেশি। সাধারণত স্টুডিওগুলো তাদের এক একটি ছবির প্রচারণার জন্য ৫০ লাখ থেকে ২ কোটি ডলার খরচ করে।

নেটফ্লিক্সের অরিজিনাল ফিল্মস বিভাগের প্রধান স্কট স্টাবার ওয়াল স্ট্রিট জার্নালের উল্লিখিত প্রতিবেদনটির দেয়া তথ্যকে মানতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন নেটফ্লিক্স প্রচারণা ব্যয়ে একেবারেইস্মার্ট’, ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে টাকার পরিমাণটি অনেক বাড়িয়ে বলা হয়েছে।

অন্যদিকে নেটফ্লিক্সের ঘনিষ্ঠ একটি সূত্র ইন্ডিওয়্যারকে জানিয়েছে, সবার একটি কথা মনে রাখা দরকার যে অন্য স্টুডিওগুলোর তুলনায় নেটফ্লিক্সকে অনেক বেশি টাইটেলের জন্য প্রচারণা চালাতে হয়, তাই তার প্রচারণার বাজেট কিছুটা বেশি হওয়া অস্বাভাবিক নয়। ওয়াল স্ট্রিট জার্নালের নিজেদের হিসাব অনুযায়ী সাধারণত অস্কারের একটি ছবির প্রচারণায় ব্যয় হয় ২ কোটি ডলার। নেটফ্লিক্সকে এবারের অস্কারের আসরে নিজেদের সাতটি ছবির প্রচারণা চালাতে হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের হিসাব অনুযায়ী প্রচারণা চালালে নেটফ্লিক্সের প্রচারণা ব্যয় ১৪ কোটি ডলার হওয়া উচিত।

প্রচারণা ব্যয় যতই হোক, অস্কারের ৯২তম আসরে নেটফ্লিক্স কেমন সাফল্য পাবে, সেটা জানা যাবে ৯ ফেব্রুয়ারি।

 

সূত্র: ইন্ডিওয়্যার

আরও