ইনস্টাগ্রামে জনি ডেপের পোস্ট প্রতি আয় এক লাখ ৭১ হাজার ডলার

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিবাদে ব্যক্তিগত জীবনের পাশাপাশি জনি ডেপের ক্যারিয়ার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ছয় বছরে হাতছাড়া হয়েছে বড় বড় সিনেমা ও বিজ্ঞাপন। সামাজিক ঘৃণার তোপে বিব্রত হয়েছে বারবার। অ্যাম্বারের সঙ্গে আইনি লড়াইয়ে জিতে ফের ক্যারিয়ার গুছিয়ে নেয়ার চেষ্টায় আছেন ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা, তাতে সাফল্যও মিলতে শুরু করেছে

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিবাদে ব্যক্তিগত জীবনের পাশাপাশি জনি ডেপের ক্যারিয়ার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ছয় বছরে হাতছাড়া হয়েছে বড় বড় সিনেমা ও বিজ্ঞাপন। সামাজিক ঘৃণার তোপে বিব্রত হয়েছেন বারবার। অ্যাম্বারের সঙ্গে আইনি লড়াইয়ে জিতে ফের ক্যারিয়ার গুছিয়ে নেয়ার চেষ্টায় আছেন ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা, তাতে সাফল্যও মিলতে শুরু করেছে।

দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক কলামে অ্যাম্বার লিখেছিলেন জনি তাকে চড় মেরেছিলেন। ওই অভিযোগের বিরুদ্ধে করা মামলায় ৫ কোটি ডলার জেতেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় খুব একটা সরব হন জনি ডেপ। তার ইনস্টাগ্রামে সর্বশেষ রিল পোস্ট করা হয়েছে গত জুনে। তার বেশির ভাগ পোস্ট পেশাগত, খুব একটা ব্যক্তিগত জীবনকে অনলাইন মাধ্যমে টেনে আনেন না। তবে মামলায় জেতার পর ইনস্টাগ্রামে হু হু করে বেড়েছে ফলোয়ার।

অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলার শুরুর দিকে অভিনেতার ইনস্টা ফলোয়ার ছিল এক কোটি ২০ লাখ। আর মামলায় জেতার পর দাঁড়িয়েছে দুই কোটি ৮৮ লাখে। সোশ্যাল মিডিয়ায় বড়সড় ভক্ত-পরিবার পাওয়ায় বিজ্ঞাপনী জগতে জনির কদরও বেড়েছে।

আন্তর্জাতিক মিডিয়ায় করা প্রতিবেদন অনুসারে, বর্তমানে ইনস্টায় প্রতি প্রোমোশনাল পোস্ট বাবদ জনি ডেপ আয় করেন এক লাখ ৭১ হাজার ডলার। সম্প্রতি ডিওরের মতো নামি ব্র্যান্ডে অন্তর্ভুক্তি জনির মুকুটে নতুন পালক যোগ করেছে। এছাড়া উল্লেখযোগ্য অনেকগুলো ব্র্যান্ড পণ্যদূত করে নিয়েছে এ নায়ককে।

অভিনয়, প্রযোজনা ও মডেলিংয়ের পাশাপাশি আজকাল ছবি আঁকায় বেশ মনোযোগী জনি ডেন। নিজের আর্টওয়ার্ক মাঝে মাঝে অনলাইনে বিক্রির জন্য তোলেন। এ বিষয়ে সর্বশেষ পোস্টে বব ডিলান, এলিজাবেথ টেইলর, আল পাচিনো ও কিথ রিচার্ডের প্রতিকৃতি তুলে ধরেন। জনির সেই চিত্রকর্মগুলো অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। ৩৫ লাখ ডলারে কিনে নেয় ক্যাসল ফাইন আর্ট।

পেশাগত ক্ষেত্রে বায়োগ্রাফিক্যাল ড্রামা ‘মোদি’ নিয়ে ব্যস্ত আছেন জনি ডেন। এ ছবিতে অভিনয় না করলেও পরিচালনা-প্রযোজনা দুই বিভাগই সামলাচ্ছেন তিনি।

আরও