মাছরাঙায় ‘মিলন হবে কতদিনে’

রোব থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মিলন হবে কতদিনে’।

রোব থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মিলন হবে কতদিনে’। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, শারমিন জোহা শশী, শাহেদ শরীফ খান, মুকুল সিরাজ, সুষমা সরকার, সাজু খাদেম, প্রাণ রায়, অবিদ রেহান, শামীমা তুষ্টি, সুজাত শিমুল, মানসী প্রকৃতি, ওয়ালিউল হক রুমি, করভী মিজান, ম আ সালাম, খলিলুর রহমান কাদেরী প্রমুখ।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এ নাটকে দেখা যাবে, ঝাটিবেলাই গ্রামের দুই যুবক মধু ও মতি ছোটবেলার বন্ধু। তাদের মা-বাবা নেই। পৈতৃক কিছু সম্পত্তি আছে, তা দিয়েই তারা চলে। এরা কোনো কাজ করে না। দুজনই খুব কৃপণ স্বভাবের। তারা অনেকটা বোকা স্বভাবের হলেও নিজেদের খুব চালাক মনে করে। নানা চালাকি করতে গিয়েই তারা বিপাকে পড়ে যায়। বিভিন্ন অজুহাতে গ্রামের মেয়েদের সঙ্গে কথা বলতে চায় বলে মুরব্বিরা তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দুজন সেজেগুজে একেকদিন একেক এলাকায় যায় পাত্রী দেখতে। একদিন ফুলজোর নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে একটা লাশ ভেসে থাকতে দেখে তারা। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়। লাশটি মোক্তারের। এর আগেও কয়েকবার এ নদীতে এমন লাশ পাওয়া গেছে। গ্রামের মাতবর মহিম তালুকদার প্রচার করেন ফুলজোর নদী মানুষ খায়। 

এবারো তিনি একই কথা বলছেন। তবে এটা বিশ্বাস হয় না খবিরুদ্দিন মাস্টারের ছেলে আদিলের। এমন নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

আরও