ওটিটির জনপ্রিয়তা বেড়েই চলেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের আঙিনা, অভিনয়শিল্পীদের একটা বড় অংশ এখন ওটিটি প্লাটফর্মের সঙ্গে কাজ করছে। মূলত ভিন্নধারার কাজের কারণেই ওটিটির প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে আর তার রেশ ধরেই নির্মাতা ও তারকারা যুক্ত হচ্ছেন এ মাধ্যমের সঙ্গে। ছোট পর্দা থেকে শুরু করে ওটিটির জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। পরীমণিও ওটিটির পরিচিত মুখ। অন্যদিকে ওটিটিতে কনটেন্টের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়ক এবিএম সুমন। আরিয়ানের নির্দেশনায় ভালোবাসা দিবসে একসঙ্গে দেখা যাবে পরীমণি ও এবিএম সুমনকে।
মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন শর্ট ফিল্ম ‘বুকিং’। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিজ’ নামে কয়েকটি গল্প নিয়ে অ্যান্থোলজি ফিল্ম নির্মাণ করেছে বঙ্গ। মিজানুর রহমান আরিয়ানের বুকিং তার মধ্যে একটি। শর্ট ফিল্মটির মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা মিলবে পরীমণি ও এবিএম সুমনের। নির্মাতা জানান, ভালোবাসা দিবসে শর্ট ফিল্মের স্ট্রিমিং শুরু হবে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে। এরই মধ্যে ওয়েব ফিল্মটির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা, যাতে দেখা মিলেছে পরী ও সুমনের।
মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘সহজ ভাষায় বলা যায়, বুকিং মিষ্টি প্রেমের গল্প। পরীমণি ও এবিএম সুমনকে ভিন্নভাবে উপস্থাপনের একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছেন তিনি। শর্ট ফিল্মটিতে একটা গানও রেখেছি আমরা। সব মিলিয়ে ৩০ মিনিটের একটা প্রেমের গল্প দেখতে পাবে দর্শক।’ পরীমণি ও এবিএম সুমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে আরিয়ান জানান, শুরু থেকেই খুব সাহায্য করেছে দুই অভিনয়শিল্পী। দুজনই দারুণ পরিশ্রমী। ৩০ মিনিটের গল্পটা দেখাতে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। সব মিলিয়ে সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে বুকিং শর্ট ফিল্মটি হয়েছে বলে জানান এ নির্মাতা।
গত বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিনটা মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ শর্ট ফিল্মটির শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন পরীমণি। ঢাকার ৩০০ ফিটে এর শুটিং হয়েছে। শর্ট ফিল্ম ‘বুকিং’ নিয়ে জানতে চাইলে পরীমণি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে বুকিংয়ের গল্প খুব সুন্দর। তবে এটা বলতে চাই যে এ গল্পে নানা চমক দেখতে পারবে দর্শক। আর এটা বলতেই হবে আরিয়ান আমার পছন্দের একজন নির্মাতা। অন্যদিকে বুকিংয়ের গল্প দিয়ে আমি প্রথমবার এবিএম সুমনের সঙ্গে অভিনয় করলাম। সব মিলিয়েই নতুন অভিজ্ঞতা হয়েছে বুকিংয়ের কাজটা করতে গিয়ে। এর মধ্য দিয়ে নতুন বছরের কাজ শুরু করেছি। দর্শক হতাশ হবে না আশা করি। সব মিলিয়ে আমার ভেতর ভালো লাগা কাজ করছে।’
নতুন কাজের সঙ্গে এ অভিনেত্রী জানান, গত বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার পরিচালক রেজা ঘটক। এছাড়া টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমায়ও দেখা মিলবে পরীমণির।
অন্যদিকে বছরের শুরুতেই বুলিং শর্ট ফিল্মে নতুনভাবে দেখা যাবে এবিএম সুমনকে। শর্ট ফিল্মটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে এবিএম সুমন জানান, সব মিলিয়ে কাজটা ভালো হয়েছে। দর্শকের কাছে বুকিং ভালোবাসা পাবে বলে বিশ্বাস করেন তিনি আর মিজানুর রহমান আরিয়ান ও পরীমণি দুজনের সঙ্গেই স্বাচ্ছন্দ্যে কাজ করেছেন। গত বছর ‘এমআর নাইন: ডু অর ডাই’ ও ‘অন্তর্জাল’ এ দুই সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন এবিএম সুমন। দুটি সিনেমা দিয়েই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এর মধ্যে ‘এমআর নাইন: ডু অর ডাই’ সিনেমায় মাসুদ রানা হয়ে আলোচনায় ছিলেন এ অভিনেতা। অ্যাকশন অবতারে দর্শকের মন জয় করেছিলেন সুমন।