অনিকের সিনেমায় ভাবনা

গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছিল রাইসুল ইসলাম অনিক পরিচালিত সিনেমা ‘ইতি চিত্রা’।

গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছিল রাইসুল ইসলাম অনিক পরিচালিত সিনেমা ‘ইতি চিত্রা’। এরই মধ্যে সোমবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে সিনেমাটির প্রদর্শনী হয়েছে। এদিন হাউজফুল ছিল শোটি। অন্যদিকে নতুন বছরে নির্মাতা জানিয়েছেন তার আসন্ন তিন সিনেমার কথা। অনিকের নতুন তিন সিনেমা হলো ‘চারুলতা’, ‘ফুরিয়ে যাওয়া আলো’ ও ‘রণযোদ্ধা (নৌকমান্ডো, আগস্ট ১৯৭১)’। এর মধ্যে সবার আগে চারুলতা সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। 

সিনেমাগুলো নিয়ে অনিক বলেন, ‘অনেকেই হয়তো ভেবেছেন যে আমি হুট করেই তিনটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছি। বিষয়টা মোটেও এমন নয়। আমি ও আমার টিম পাঁচ বছরের বেশি সময় নিয়ে কয়েকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছিলাম। আমরা শুরু থেকেই প্রস্তুত আছি, এটা শতভাগ নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিলাম। আর আমরা এবার এ বিষয়ে নিশ্চিত হয়েছি, তাই চলতি বছরই তিনটি নতুন সিনেমা নিয়ে আসব।’

ঢাকার নিউমার্কেটে ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। নিউমার্কেটের সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প দেখা যাবে এতে। অভিনয় করবেন আশনা হাবিব ভাবনা, রাকিব হোসেন ইভন, মোহাইমিন ইসলাম গল্প প্রমুখ।

নতুন সিনেমা নিয়ে জানতে চাইলে ভাবনা বলেন, ‘আমার নতুন বছর নতুন কাজ দিয়ে শুরু হচ্ছে, এটা ভালো লাগার বিষয়। চারুলতা সিনেমার নামটাও আমার খুব ভালো লেগেছে। কেবল নাম নয়, এ সিনেমার গল্পটাও চমৎকার। নির্মাতা গল্পটা বলার পর আমার খুব ভালো লাগে। আর অবশ্যই এটা বলতেই হবে যে আমার চরিত্রটা খুব পছন্দ হয়েছে। নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে, যে নিউমার্কেটে চুড়ির দোকান নিয়ে বসে। সে মেয়ের জীবনের গল্প দেখানো হবে সিনেমায়। পর্দায় গল্পটা দেখলে দর্শক পছন্দ করবে বলে আমি মনে করি। আশা করি, আমার চরিত্রটিও তাদের ভালো লাগবে।’ গত বছর সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন ভাবনা। আর চলতি বছর মুক্তির অপেক্ষায় আছেন তার অভিনীত ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’ ও ‘পায়েল’ সিনেমার।

অন্যদিকে গত বছর রোমান্টিক ঘরানার সিনেমা ‘ইতি চিত্রা’ দিয়ে প্রথম নায়ক হিসেবে পর্দায় হাজির হন রাকিব হোসেন ইভন। আর এবার চারুলতায় দেখা যাবে তাকে। নিজের চরিত্র নিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও ইভন বলেন, ‘চারুলতা সিনেমার গল্পটা দারুণ। এটা প্রেমের, বন্ধুত্বের ও পরিবারের। তবে সব ছাপিয়ে মানবিকতা ও সীমাবদ্ধতার গল্প উঠে আসবে এতে। জীবনের রঙ বদল দেখা যাবে।’

চারুলতার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দিন খান, মাহবুব সুমন ও অনিক। নির্মাতা জানান, আগামী কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা হচ্ছে এ সিনেমার। মুক্তির আগে কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হবে সিনেমাটির। এরপর বাকি দুই সিনেমা নিয়ে কাজ করবেন তিনি।

আরও