চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে ‘‌মুজিব: একটি জাতির রূপকার’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘‌মুজিব: একটি জাতির রূপকার’। নির্মাণের সময় থেকেই সিনেমাটি আলোচনায় ছিল। সিনেমাটি মুক্তি নিয়ে ছিল দর্শকের মাঝে অপেক্ষা। অবশেষে জানা গেল সিনেমাটি মুক্তির তারিখ। এ মাসেই মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। মুক্তি উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘‌মুজিব: একটি জাতির রূপকার’। নির্মাণের সময় থেকেই সিনেমাটি আলোচনায় ছিল। সিনেমাটি মুক্তি নিয়ে ছিল দর্শকের মাঝে অপেক্ষা। অবশেষে জানা গেল সিনেমাটি মুক্তির তারিখ। এ মাসেই মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। মুক্তি উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দেশের সিনেমা হলে ১৩ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। তিনি জানান, চলচ্চিত্রটি ইতিহাসের দলিল হয়ে থাকবে। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরবর্তী সময়ে ইন্ডিয়াসহ পৃথিবীর অন্যান্য দেশেও পর্যায়ক্রমে মুক্তি পাবে।

‘‌মুজিব: একটি জাতির রূপকার’ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বিশিষ্ট ব্যক্তিদের জীবনীনির্ভর সিনেমা নির্মাণে ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল সিদ্ধহস্ত। মহাত্মা গান্ধীকে নিয়ে তিনি ১৯৯৬ সালে নির্মাণ করেছিলেন দ্য মেকিং অব দ্য মহাত্মা। এর নয় বছর পর ২০০৫ সালে নির্মাণ করেন নেতাজি সুভাষ চন্দ্র বোস: দ্য ফরগটেন হিরো। আর এবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সিনেমা নির্মাণ করলেন।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

গতকাল ট্রেলার প্রকশের পর থেকে দর্শক মহলে প্রশংসা পাচ্ছে। প্রায় ২ মিনিটের ট্রেলারজুড়ে ছিল জাতির পিতার জীবনের বিভিন্ন অংশ। ভাষা আন্দোলন, ৭ মার্চের ভাষণের মতো গুরুত্বপুর্ণ অংশগুলো উঠে এসেছে ট্রেলারে। এছাড়া জাতির পিতার ব্যক্তি জীবনের নানা দিক ট্রেলারে দেখা গেছে। সব মিলিয়ে ট্রেলারে নজর কেড়েছেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। একেবারে ভিন্ন মেজাজে দেখা গেছে তাকে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুট শুরু হয়। এতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। এতে গান লিখেছেন জাহিদ আকবর, সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

গত মাসে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।

আরও