ব্যর্থ হতে যাচ্ছে কেটি পেরির সপ্তম স্টুডিও অ্যালবাম?

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের আসরে কেটি পেরির পারফরম্যান্স ছিল শ্বাসরুদ্ধকর। সে সময় পুরস্কার হাতে নিতে গিয়ে তিনি স্মরণ করেছেন নারীর জন্য সংগীতের দুনিয়ায় এগিয়ে চলার প্রতিবন্ধকতা।

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের আসরে কেটি পেরির পারফরম্যান্স ছিল শ্বাসরুদ্ধকর। সে সময় পুরস্কার হাতে নিতে গিয়ে তিনি স্মরণ করেছেন নারীর জন্য সংগীতের দুনিয়ায় এগিয়ে চলার প্রতিবন্ধকতা। সে বক্তব্যের এক সপ্তাহ না পেরোতেই মুক্তি পেল কেটি পেরির সপ্তম স্টুডিও অ্যালবাম ‘১৪৩’। সত্যিকার অর্থে এ অ্যালবামে সংগীত দুনিয়ায় তার হারানো মসনদ ফিরে পাওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কেটি পেরির সপ্তম স্টুডিও অ্যালবাম ‘১৪৩’। অনেক কারণেই অ্যালবামটি তার পূর্ববর্তী জৌলুস ফিরিয়ে আনতে ব্যর্থ হবে বলে পূর্বাভাস দিয়েছেন সংগীত বিশ্লেষকরা। এর আগে ২০২০ সালে তার স্টুডিও অ্যালবাম ‘স্মাইল’ মুক্তি পায়। মাহমারীর প্রাদুর্ভাবের মধ্যে মুক্তি পাওয়া সে অ্যালবামও প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারেনি। নতুন অ্যালবামে ১১টি গান। গানগুলো কেটির ক্যারিয়ারে খুব একটা বড় প্রাপ্তি হিসেবে যুক্ত হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ লিরিক ও সুর দুই দিক থেকেই অপূর্ণতা জড়িয়ে রয়েছে।

কেটি পেরি এ শতকের সবচেয়ে সফল সংগীত তারকাদের একজন। ধারাবাহিকভাবে তার প্রথম পাঁচটি অ্যালবামই ছিল সফল। কিন্তু তার সৃষ্টিশীলতায় ভাটা পড়েছে সম্প্রতি। ২০১৭ সালে মুক্তি পাওয়া উইটনেস অ্যালবামে কেটি পেরির ক্যারিয়ারের জন্য বাঁক পরিবর্তনকারী বলে মনে হয়েছে। তারপর থেকেই তিনি পুরনো আসন ফিরিয়ে আনতে চেয়ে ব্যর্থ হচ্ছেন এক রকম। ১৪৩ অ্যালবামে তিনি পুরনো জৌলুস ফিরিয়ে আনতে চেয়েছেন। কয়েক বছর পর কাজ করছেন লুকের সঙ্গে। পেরি তার আবেগকে ঢেলে দিয়েছেন লিরিকের মধ্যে। সেখানে তার সৃষ্টিশীলতার ছাপ আছে। সে প্রমাণ তিনি আগেই দেখিয়েছেন। তবে এ অ্যালবামে কিছুটা ফিকে। অ্যালবামের যে কয়টি গান আগেই মুক্তি পেয়েছিল, তাদের মধ্যে একটি হচ্ছে লাইফটাইমস। 

১৪৩ অ্যালবামটি সুপারহিট হতে পারত। হতে পারত ফায়ারওয়ার্ক ও রোরের মতো রেকর্ড সৃষ্টিকারী। কিন্তু তা না হয়ে অনেকটাই মুখ থুবড়ে পড়ছে যেন। এর একটা কারণ সময়ের সঙ্গে পপ সংগীতের বদল ঘটছে। তাছাড়া পরিবর্তন ঘটছে দর্শকের স্বাদেও। স্বাভাবিকভাবেই কেটি পেরির জন্য তার হারানো গৌরব উদ্ধার করা বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে।

সূত্র: ভ্যারাইটি

আরও