‘‌সময়ের অভাবে ঢাকা ঘুরে দেখা হচ্ছে না’

ভারতীয় উপমহাদেশের অন্যতম গুণী অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার সিনেমা দিয়ে রুপালি জগতে যাত্রা শুরু করেন তিনি।

ভারতীয় উপমহাদেশের অন্যতম গুণী অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার সিনেমা দিয়ে রুপালি জগতে যাত্রা শুরু করেন তিনি। প্রথম সিনেমা দিয়েই দর্শকের মনে স্থান করে নিয়েছিলেন। ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে ঢাকায় আছেন তিনি। গতকাল ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা বলেন শর্মিলা ঠাকুর। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান নূর এমপি।

ঢাকা সফর বিষয়ে নিজের অনুভূতি জানিয়ে শর্মিলা ঠাকুর বলেন, ‘‌আমি শুরুতেই বলব ঢাকা চলচ্চিত্র উৎসবের এ আসরে আমাকে যুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাই। ঢাকায় এসে ভীষণ ভালো লাগছে। আমার একবারও মনে হচ্ছে না আমি কোনো হোটেলে আছি, একেবারেই বাড়ির মতো। উৎসবের প্রথম দিন থেকেই খুব যত্ন করে সবকিছু হচ্ছে। আর ঢাকার বইয়ের দোকানগুলো খুব সুন্দর, সময়ের অভাবে ঘুরে দেখা হচ্ছে না।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব পালন করছেন শর্মিলা ঠাকুর। তাই প্রতিদিন তিন-চারটি সিনেমা দেখতে হচ্ছে বলে জানান তিনি। এরই মধ্যে কয়েকটি বাংলা সিনেমা দেখা হয়েছে বলে জানান এ অভিনেত্রী। বাংলা চলচ্চিত্র নিয়ে জানতে চাইলে শর্মিলা ঠাকুর বলেন, ‘উৎসবে প্রথম দিনেই ফেরেশতে সিনেমাটি দেখেছি। আফরিন সিনেমাটা দেখলাম। দুটোই ভালো লেগেছে। আপনাদের জয়া আহসানের অভিনয় দেখলাম খুব ভালো লাগল।’

ঢাকার ট্রাফিক নিয়ে মজার ছলে এ অভিনেত্রী বলেন, ‘আমি কেবল ঢাকায় এসেছি কিন্তু পুরো বাংলাদেশ দেখার সুযোগ হয়নি। প্রথম দিকে কোথায় যেতে গেলে আমি জানতে চাইতাম দূরত্ব কতটুকু। তবে এখন আমি জানতে চাই রাস্তায় কত ট্রাফিক লাইট আছে। তবে সেসব ছাপিয়ে ঢাকায় ভালো লাগছে। তবে আমি সময়ের অভাবে ঢাকা দেখতে পারছি না।’

সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শর্মিলা ঠাকুর। এরপর বলিউডের সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সংবাদ সম্মেলনে ক্যারিয়ার নিয়েও কথা বলেন শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের সিনেমা থেকে হিন্দি সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে শর্মিলা ঠাকুর বলেন, ‘সত্যজিৎ রায়ের আর্ট ফিল্মে কাজ করার পর আমি হিন্দি সিনেমায় যুক্ত হই আর সেটা ছিল বাণিজ্যক সিনেমায়। সে সময়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল। তবে এটা আমার কাছে একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া মনে হয়। আসলে যেকোনো কাজই কাজ। আর যেকোনো শিল্পই শিল্প। সেটা যে মাধ্যমেই হোক না কেন। আমি মাধ্যম না দেখে কাজটা মন দিয়ে করেছি। যখন আমি হিন্দি সিনেমায় কাজ করতাম তখন খেয়াল করতাম একই ইন্ডাস্ট্রিতে দুই রকম ভাবা হতো। তবে এখন আমরা যেখানে এসেছি, সেখানে কোনো ভেদাভেদ নেই। সব রকমের সিনেমা হচ্ছে।’

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসরে অংশ নিতে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা আসেন শর্মিলা ঠাকুর। উৎসবের শেষ দিন পর্যন্ত ঢাকায় থাকবেন তিনি। এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগে সেরা ছবি বাছাইয়ের দায়িত্ব পালনের পাশাপাশি ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ আয়োজনে অংশ নেন তিনি। আগামীকাল ঢাকা চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনের বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলিউড এ অভিনেত্রী।

আরও