সিনেমা হলে এবারো এগিয়ে শাকিব খান

চক্কর, জংলি ও দাগি নিয়েও আগ্রহী দর্শক

গতকাল ছিল পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে এবার মুক্তি পেয়েছে আধ ডজনের বেশি সিনেমা।

গতকাল ছিল পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে এবার মুক্তি পেয়েছে আধ ডজনের বেশি সিনেমা। সিনেমাগুলো প্রদর্শিত হচ্ছে ঢাকার নামি সিনেপ্লেক্সে। এর মধ্যে এগিয়ে আছে বসুন্ধরা সিটি ও এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্স। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলেও চলছে সিনেমাগুলো। আছে শাকিব খান অভিনীত বরবাদ, মোশাররফ করিম অভিনীত চক্কর, সিয়াম আহমেদ অভিনীত জংলি, সজল-নুসরাত ফারিয়া অভিনীত জ্বীন থ্রি ও আফরান নিশো অভিনীত দাগি। মূলত এ সিনেমাগুলো নিয়েই দর্শকের আগ্রহ বেশি। এর মধ্যেই ঈদের ঠিক আগে ছাড়পত্র পেয়ে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত অন্তরাত্মা।

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানে সবগুলো সিনেমারই শো হচ্ছে। জংলির শো ছিল দুটি, দাগির তিনটি, অন্তরাত্মার একটি, চক্করের দুটি ও বরবাদের পাঁচটি। সিনেপ্লেক্সে সিনেমা দেখতে আসা দর্শকদেরও আগ্রহ মূলত বরবাদ নিয়ে। এর আগে শাকিব খানের তুফান নিয়ে তুমুল আগ্রহ দেখা গিয়েছিল তাদের মধ্যে। এবার ততটা না হলেও বরবাদ নিয়েই আগ্রহ বেশি।

স্টার সিনেপ্লেক্সের টিকিট কাউন্টারে কথা বলে জানা যায় বরবাদের টিকিটই বেশি বিক্রি হচ্ছে। এর অন্যতম কারণ অবশ্য শো বেশি হওয়া। এছাড়া দর্শক আগ্রহ তো আছেই। দ্বিতীয় অবস্থানে আছে দাগি। দর্শকের একটি বড় অংশ দাগি দেখতে আসছে। মোশাররফ করিমের উপস্থিতির কারণেই হয়তো চক্কর নিয়েও আগ্রহ আছে দর্শকের। এ সিনেমারও দর্শক আগমন ভালো।

বরবাদ দেখতে আরামবাগ থেকে এসেছেন সামিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সামিন বলেন, ‘শাকিব খানের তুফান বেশ ভালো লেগেছিল। সাউথ ইন্ডিয়ান সিনেমার ভাইব থাকলেও একটা মজা ছিল। এবার বরবাদের ট্রেলার ভালো লাগল, তাই দেখতে আসা। এছাড়া ঈদে বন্ধুবান্ধব নিয়ে সিনেমা দেখা হয়।’

উত্তরা থেকে মৌমিতা এসেছেন ছোট বোনকে নিয়ে। তিনি বলেন, ‘আমি জংলি দেখতে এসেছি। আমার বোন মূলত সিয়ামের ভক্ত। এছাড়া সিনেমাটার ট্রেলার দেখেও ভালো লেগেছে। সে কারণেই আসা।’

ঈদের সময় তিনি নিয়মিতই সিনেমা দেখতে আসেন। এ নিয়ে বলেন, ‘ঈদে সিনেমা মুক্তি পায় আর বিনোদনের জায়গাও বলা চলে এটাই। আমি সব সময়ই ঈদের অন্তত একটা সিনেমা দেখার চেষ্টা করি।’

এসকেএস টাওয়ারে দুপুরের শো দেখতে এসেছিলেন মাসুদ রানা। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দাগি দেখতে গিয়েছিলেন তিনি। দাগি কেন দেখতে এলেন এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আফরান নিশোর নাটক আমার খুব পছন্দ। একটা সময় তার প্রচুর নাটক দেখেছি। অভিনয়টা ভালো লাগে নিশোর। তারপর তিনি সিনেমায় এলেন। এর আগে সুড়ঙ্গও ভালো লেগেছিল। এবার তাই দাগি দেখতে আসা।’

দেশীয় সিনেমা ছাড়াও সিনেপ্লেক্সে চলছে হলিউডের সিনেমা। আছে ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড, মুফাসা: দ্য লায়ন কিং। দেশীয় সিনেমার পাশাপাশি এই সিনেমাগুলোও দেখতে আসছেন দর্শক। অনেকে একাধিক সিনেমাও দেখছেন একই দিনে। ঈদের দ্বিতীয় দিনেরও অগ্রিম টিকিট বেশকিছু বিক্রি হয়েছে। আজও সিনেপ্লেক্সে ভিড় থাকবে বলে জানিয়েছে সিনেপ্লেক্স।

আরও