ফ্রান্সিসকো ত্রিনকাও বেঞ্চ থেকে নেমে করেছেন দুর্দান্ত দুটি গোল। সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর লক্ষ্যভেদে অতিরিক্ত সময়ে ডেনমার্ককে ৫-২ গোলে হারিয়ে নেশন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৫-৩ ব্যবধানে, আর শেষ চারে তারা মুখোমুখি হবে জার্মানির।
প্রথম লেগে রোনালদোর সামনে তার ট্রেডমার্ক 'সিউ' উসযাপন করে আলোচনার জন্ম দেন ডেনিশ স্ট্রাইকার রাসমুস হয়লুন্ড। এবার তা ফিরিয়ে দেয়ার সুযোগ পেয়েও স্নায়ুচাপের কাছে হেরে যান রোনালদো। শুরুতেই পেনাল্টি মিস করে বসেন রোনালদো। তবে তার খেসারত বড় কিছুর বিনিময়ে দিতে হয়নি সিআরসেভেনকে। ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের জোড়া গোলে জয়ী দলেই আছেন এই তারকা।
প্রথম লেগে রাসমুস হয়লুন্ডের একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ডেনমার্ক। তবে দ্বিতীয় লেগের শুরুতেই প্যাট্রিক ডরগু রোনালদোকে ফাউল করলে পর্তুগাল পেনাল্টি পায়। কিন্তু দারুণ দক্ষতায় সিআরসেভেনকে গোলবঞ্চিত করেন ক্যাসপার শ্মাইকেল।
তবে ৩৮ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ভুল করে কর্নার থেকে নিজের জালেই বল পাঠান ডেনিশ ডিফেন্ডার জোয়াকিম আন্দ্রেসেন। তবে ৫৬তম মিনিটে রাসমুস ক্রিস্টেনসেনের গোলে সমতায় ফেরে ডেনমার্ক।
এরপর রোনালদো আবার দলকে এগিয়ে নেন, কিন্তু ৭৬তম মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করলে দুই লেগের হিসাবে আবারো এগিয়ে যায় ডেনমার্ক।
শেষ মুহূর্তে মাঠে নামা ত্রিনকাও ম্যাচের চিত্র বদলে দেন। ৮৬তম মিনিটে দলকে সমতা ফেরান, আর অতিরিক্ত সময়ের শুরুতেই (৯১ মিনিটে) দারুণ এক শটে দলের জয় নিশ্চিত করেন। শেষদিকে গনসালো রামোস পঞ্চম গোলটি করলে নিশ্চিত হয় পর্তুগালের সেমিফাইনাল।
এদিকে, জার্মানি রোমাঞ্চকর ম্যাচে ইতালির বিপক্ষে ৩-৩ ড্র করার পর ৫-৪ অ্যাগ্রিগেটে জিতে সেমিফাইনালে উঠেছে।
অন্যদিকে, স্পেন নেদারল্যান্ডসকে ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়, যেখানে তারা মুখোমুখি হবে ফ্রান্সের। ফরাসিরা ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।