চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল

রিয়াল মাদ্রিদ ও পিএসজির সামনে ‘ইংলিশ পরীক্ষা’

আর্সেনালের মাঠে প্রথম লেগের ম্যাচ খেলতে নামছে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ। ১৬ এপ্রিল বার্নাব্যুতে ফিরতি লেগের খেলা।

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ১১ আসরের মধ্যে ৬ বারই শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এমনকি এমবাপ্পে পিএসজিতে নাম লেখানোর আগের মৌসুমেও শিরোপা গেছে মাদ্রিদে। পিএসজি অবশ্য কখনো শিরোপা জিততে পারেনি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আর্সেনাল। পরদিন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) খেলবে আরেক ইংলিশ দল অ্যাস্টন ভিলার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে ইংলিশ পরীক্ষায় দুই শিরোপাপ্রত্যাশী।

আর্সেনালের মাঠে প্রথম লেগের ম্যাচ খেলতে নামছে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ। ১৬ এপ্রিল বার্নাব্যুতে ফিরতি লেগের খেলা।

এদিকে, অবিশ্বাস্য ফর্ম নিয়ে অ্যাস্টন ভিলার মোকাবেলা করবে পিএসজি। লুই এনরিকের দল সদ্যই ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা জিতেছে। সেইসঙ্গে অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে তারা। কোয়ার্টার ফাইনালে তাদের সামনে অ্যাস্টন ভিলা কোনোভাবেই বাধা হওয়ার কথা নয়।

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ১১ আসরের মধ্যে ৬ বারই শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এমনকি এমবাপ্পে পিএসজিতে নাম লেখানোর আগের মৌসুমেও শিরোপা গেছে মাদ্রিদে। পিএসজি অবশ্য কখনো শিরোপা জিততে পারেনি। এমবাপ্পের সময় সাত মৌসুমে মাত্র একবার ফাইনাল খেলেছে ফরাসিরা। এ সময় নেইমার ও লিওনেল মেসিদের নিয়েও ক্লাবটি ইউরোপিয়ান মুকুট জিততে ব্যর্থ হয়। চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের আশাতেই পিএসজি ছেড়ে রিয়ালে নাম লিখিয়েছেন এমবাপ্পে। এবারের আসরে অবশ্য পিএসজিও ভালো করছে। শেষ ষোলোয় তারা প্রিমিয়ার লিগ লিডার লিভারপুলকে হারানোর কৃতিত্ব দেখায়।

মঙ্গলবার জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মাঠে খেলবে ইতালির ইন্টার মিলান, বুধবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ঘরের মাঠে খেলবে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

আরও