নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটতে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শনিবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয়া বাংলাদেশ ৬৫ রানে ৪ উইকেট হারিয়েছে। এ প্রতিবেদন লেখার সময় টাইগ্রেসদের সংগ্রহ ছিল ২৮.২ ওভারে ৪ উইকেটে ১০০ রান। রিতু মনি ৩৯ ও নাহিদা আক্তার ১৬ রানে ব্যাট করছিলেন।
দিলারা আক্তার ১৩, ফারজানা হক পিংকি শূন্য, শারমিন আক্তার সুপ্তা ২৪ ও নিগার সুলতানা ১ রান করে আউট হয়ে যান। এরপর হাল ধরেন রিতু মনি ও নাহিদা।
৬ দলের বাছাইপর্ব থেকে সবার আগে পাকিস্তান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বৃহস্পতিবার থাইল্যান্ডকে হারিয়ে স্বাগতিক দলের মেয়েরা বিশ্বকাপে কোয়ালিফাই করার আনন্দ উদযাপন করে। বাকি একটি টিকিটের জন্য এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে লড়াই। বাংলাদেশ আজ জিতলেই উঠে যাবে বিশ্বকাপে। বাংলাদেশ হারলে আজ বিকালে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় মেয়েদের ৪ ম্যাচে ৪ পয়েন্ট, বাংলাদেশের ঝুলিতে ৬ পয়েন্ট। নেট রানরেটে বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশ।