একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম

বুধবার (৫ মার্চ) রাতে ফেসবুকে দেয়া পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত জানান এ তারকা।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।

বুধবার (৫ মার্চ) রাতে ফেসবুকে দেয়া পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত জানান এ তারকা। তিনি লেখেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্‌, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত: যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে ১০০ শতাংশেরও বেশি দিয়েছি।’

আরও