হ্যাটট্রিক শিরোপা দক্ষিণের

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) হ্যাটট্রিক শিরোপা জিতল আব্দুর রাজ্জাকের দক্ষিণাঞ্চল। ফাইনালে পূর্বাঞ্চলকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। এর মধ্য দিয়ে বিসিএলের আট আসরের মধ্যে পাঁচবারই শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল দক্ষিণ। এ নিয়ে এ আসরে ফাইনালে চতুর্থবারের মতো হারল পূর্বাঞ্চল। গতবারও শিরোপা লড়াইয়ে দক্ষিণের কাছে হেরেছে দলটি।

 বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) হ্যাটট্রিক শিরোপা জিতল আব্দুর রাজ্জাকের দক্ষিণাঞ্চল। ফাইনালে পূর্বাঞ্চলকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। এর মধ্য দিয়ে বিসিএলের আট আসরের মধ্যে পাঁচবারই শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল দক্ষিণ। এ নিয়ে এ আসরে ফাইনালে চতুর্থবারের মতো হারল পূর্বাঞ্চল। গতবারও শিরোপা লড়াইয়ে দক্ষিণের কাছে হেরেছে দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথম দুদিনেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় দক্ষিণ। যদিও তৃতীয় দিন ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল পূর্ব। কিন্তু গতকাল দক্ষিণের সঙ্গে আর এঁটে উঠতে পারেনি পূর্ব। আগের দিনের ১২৮/৮ নিয়ে খেলতে নেমে গতকাল দক্ষিণের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪০ রানে। প্রথম ইনিংসে ২১৩ রানের লিড থাকায় পূর্বের সামনে ৩৫৩ রান টপকানোর চ্যালেঞ্জ ছুড়ে দেয় রাজ্জাকের দল।

জয়ের জন্য ৩৫৪ রানের টার্গেটের সামনে শুরু থেকেই পথ হারায় লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পূর্ব। ৩ নম্বরে খেলতে নেমে মাহমুদুল হাসান প্রান্ত আগলে রাখলেও প্রয়োজনীয় সমর্থন পাননি সতীর্থদের কাছ থেকে। ৮১ রান করে আউট হন মাহমুদুল।

আরও