সিলেট টেস্ট

বাংলাদেশকে হতাশ করে বিনা উইকেটে ৬৭ রান তুলল জিম্বাবুয়ে

সিলেটের উইকেট বাংলাদেশের জন্য বদ্ধভূমি হয়ে উঠলেও জিম্বাবুয়ের জন্য ছিল বিপরীত। তারা দারুণ ব্যাটিংয়ে হতাশ করেন বাংলাদেশের বোলারদের। আলোকস্বল্পতায় দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার আগে ১৪.১ ওভারে ৬৭ রান তুলেছে তারা ৪.৭২ গড়ে।

২০১৮ সালে সিলেটে প্রথম দেখায় বাংলাদেশকে ১৫১ রানে হারানোর কৃতিত্ব দেখায় জিম্বাবুয়ে। সেবার বাংলাদেশ দুই ইনিংসে যথাক্রমে ১৪৩ ও ১৬৯ রানে গুটিয়ে গিয়ে লজ্জাজনক হারের মুখে পড়ে। দ্বিতীয়বারের মতো সিলেটে খেলতে নেমে কর্তৃত্ব করছে জিম্বাবুয়ে।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১৯১ রানের অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬১ ওভার আয়ু ছিল স্বাগতিক দলের। সেই একই উইকেটে বাংলাদেশকে কোনো সুযোগ না দিয়ে বিনা উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিন মাঠ ছেড়েছে অতিথি দলটি। ব্রায়ান বেনেট ৪০ ও বেন কারান ১৭ রানে অপরাজিত।

সিলেটের উইকেট বাংলাদেশের জন্য বদ্ধভূমি হয়ে উঠলেও জিম্বাবুয়ের জন্য ছিল বিপরীত। তারা দারুণ ব্যাটিংয়ে হতাশ করেন বাংলাদেশের বোলারদের। আলোকস্বল্পতায় দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার আগে ১৪.১ ওভারে ৬৭ রান তুলেছে তারা ৪.৭২ গড়ে। হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ সফরকারী দলের দুই ওপেনারকে কোনো পরীক্ষায় ফেলতে ব্যর্থ হন।

বাংলাদেশের হয়ে মুমিনুল হক সৌরভ ৫৬, নাজমুল হোসেন শান্ত ৪০ ও জাকের আলী ২৮ রান করেন। জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজা ২১ রানে ৩টি, ব্লেসিং মুজারাবানি ৫০ রানে ৩টি, ওয়েসলে মাদেভেরে ২ রানে ২টি ও ভিক্টর নিয়াউচি ৭৪ রানে ২টি উইকেট নেন।

২০১৮ সালে সিলেটে প্রথম দেখায় বাংলাদেশকে ১৫১ রানে হারানোর কৃতিত্ব দেখায় জিম্বাবুয়ে। সেবার বাংলাদেশ দুই ইনিংসে যথাক্রমে ১৪৩ ও ১৬৯ রানে গুটিয়ে গিয়ে লজ্জাজনক হারের মুখে পড়ে। দ্বিতীয়বারের মতো সিলেটে খেলতে নেমে কর্তৃত্ব করছে জিম্বাবুয়ে।

সব মিলে ১৮ টেস্টের মুখোমুখিতে বাংলাদেশ ৮টি ও জিম্বাবুয়ে ৭টি জয় পেয়েছে, বাকি ৩টি ম্যাচ ড্র হয়। এটা দুই দলের ১৯তম লড়াই।

আরও