ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্র্যাফোর্ডে গোলশূন্য ড্র করার পরের ম্যাচেই গর্জে উঠল পেপ গার্দিওলার শিষ্যরা। এমনকি ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যানসিটির হয়ে গোল করেন শেষ মৌসুম খেলা কেভিন ডি ব্রুইনা, ওমার মারমুশ, ম্যাতেও কোভাচিচ, জেমস ম্যাকইটি ও নিকো ও’রিলি। চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে পাঁচ গোল করল ম্যানিসিটি। এ জয়ের পর ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে সিটিজেনরা। তাদের উপরে অবস্থান করছিল লিভারপুল (৭৩), আর্সেনাল (৬২) ও চেলসি (৫৮)।