টানা চার জয়ে বিশ্বকাপে পাকিস্তান, অপেক্ষায় বাংলাদেশ

বৃহস্পতিবার বিকালের ম্যাচে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। টানা চার ম্যাচে জিতল পাকিস্তান। শনিবার স্বাগতিকদের হারিয়েই বিশ্বকাপে ওঠার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

থাইল্যান্ডকে হারিয়ে শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও পায় পাকিস্তান। তাদের সংগ্রহ ৪ ম্যাচে ৮ পয়েন্ট, বাংলাদেশের ৪ ম্যাচে ৬। ওয়েস্ট ইন্ডিজ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে, স্কটল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে তিনে।

ওয়েস্ট ইন্ডিজকে আজ বৃহস্পতিবার হারাতে পারলেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেত বাংলাদেশের নারীরা। যদিও এ ম্যাচে ৩ উইকেটে হেরে গেছে নিগার সুলতানার দল। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ ৯ উইকেটে ২২৭ রানের পুঁজি পায়। এ পুঁজি নিয়ে অবশ্য হারানো যায়নি ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবীয় মেয়েরা ৭ উইকেট হারালেও শেষ পর্যন্ত ২৪ বল হাতে রেখে জয় তুলে নেয়। এ হারে টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার অপেক্ষা বাড়ল নিগারদের। বাংলাদেশ না পারলেও পেরেছে পাকিস্তান।

বৃহস্পতিবার বিকালের ম্যাচে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। টানা চার ম্যাচে জিতল পাকিস্তান। শনিবার স্বাগতিকদের হারিয়েই বিশ্বকাপে ওঠার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

থাইল্যান্ডকে হারিয়ে শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও পায় পাকিস্তান। তাদের সংগ্রহ ৪ ম্যাচে ৮ পয়েন্ট, বাংলাদেশের ৪ ম্যাচে ৬। ওয়েস্ট ইন্ডিজ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে, স্কটল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে তিনে। পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে আয়ারল্যান্ড ও থাইল্যান্ড। বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ টিকিটের জন্য বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এখন ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

শনিবার সকাল সাড়ে ১০টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

আরও