নেশন্স লিগ

পাল্টা লড়াইয়ে হলো না ভুলের পাপমোচন, ইতালিকে হারিয়ে শেষ চারে জার্মানি

ইনজুরি টাইমে রাসপাদোরি পেনাল্টি থেকে গোল করলে ম্যাচ হয় ৩-৩, আর আগের লেগের গোলের হিসাব ধরে জার্মানির লিড তখন ৫-৪। শেষে মাথা কুটে মরেও ইতালি আর একটি গোল খুঁজে পায়নি।

জিয়ানলুইজি দোন্নারুমার হাস্যকর এক ভুলেই শেষ নয়, একের পর এক ভুল করে গেছে ইতালি। শেষে দারুণ লড়াই করেও আর এই ভুলের প্রদর্শনীর পাপমোচন হয়নি। আর আজ্জুরিদের ভুল কাজে লাগিয়ে নেশন্স লিগের সেমিফাইনালে উঠেছে জার্মানি।

প্রথম লেগে সান সিরোতে ২-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় লেগে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ৩-৩ গোলে ড্র করলেও ৫-৪ অ্যাগ্রিগেটে জয় নিয়ে শেষ চারে পা রাখে ইউলিয়ান নাগেলসমানের দল।

শুরুতে পেনাল্টি দিয়ে বসে ইতালি, আর গোল করেন জার্মান অধিনায়ক জোশুয়া কিমিখ। এরপর দোন্নারুমা নিজেই আরেকটি গোল উপহার দেন। একবার বল ঠেকানোর পর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে গোলবার ছেড়ে অনেকটা সামনে চলে আসেন তিনি। দ্রুত নেয়া কর্নার থেকে জামাল মুসিয়ালা ফাঁকা জালে বল পাঠান।

৪-১ গোলে তখন এগিয়ে জার্মানি। এবার রক্ষণে ভুল করে বসে লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যরা। কিমিখের ক্রসে টিম ক্লাইনডিনস্ট মাথা ছুঁইয়ে জার্মানির তৃতীয় গোলটি করেন।

তবে ইতালি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। মইসে কিন প্রথমে দারুণ এক শটে ব্যবধান কমান, পরে জিয়াকোমো রাসপাদোরির পাস থেকে দ্বিতীয় গোল করেন।

ইনজুরি টাইমে রাসপাদোরি পেনাল্টি থেকে গোল করলে ম্যাচ হয় ৩-৩, আর আগের লেগের গোলের হিসাব ধরে জার্মানির লিড তখন ৫-৪। শেষে মাথা কুটে মরেও ইতালি আর একটি গোল খুঁজে পায়নি। শেষ চারে তাই জার্মানিকে জায়গা ছেড়ে দিতে হয় ইতালির। জার্মানরা সেখানে জুনে পর্তুগালের মুখোমুখি হবে।

এই জয়ে জার্মানি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ এ-তে লুক্সেমবার্গ, নর্দার্ন আয়ারল্যান্ড ও স্লোভাকিয়ার সঙ্গে জায়গা পেয়েছে। আর ইতালি খেলবে গ্রুপ আই-তে, যেখানে তাদের প্রতিপক্ষ এস্তোনিয়া, ইসরায়েল, মলদোভা ও নরওয়ে।

আরও