এখনই লিভারপুল ছেড়ে যাচ্ছেন না সালাহ

২০২৪-২৫ মৌসুম শেষেই সালাহর চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত। ফলে মৌসুম শেষে তিনি যেকোনো ক্লাবে চাইলে যেতে পারতেন। যদিও একেবারে শেষ মুহূর্তের সিদ্ধান্তে তাকে ধরে রাখল অল রেডরা।

২০১৭ সালে ইতালির এএস রোমা থেকে লিভারপুলে নাম লেখান সালাহ। সেই থেকে তিনি ক্লাবটির কিংবদন্তি হয়ে উঠেছেন। এখন পর্যন্ত ৩৯৪ ম্যাচে করেছেন ২৪৩ গোল।

মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে আরো দুই বছরের জন্য রেখে দিচ্ছে ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ক্লাব লিভারপুল। বৃহস্পতিবার ক্লাবের সঙ্গে নতুন চুক্তিপত্রে সই করেছেন তিনি।

২০২৪-২৫ মৌসুম শেষেই সালাহর চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত। ফলে মৌসুম শেষে তিনি যেকোনো ক্লাবে চাইলে যেতে পারতেন। যদিও একেবারে শেষ মুহূর্তের সিদ্ধান্তে তাকে ধরে রাখল অল রেডরা। তার মতোই চুক্তির শেষ মৌসুম চলছে ডাচ ডিফেন্ডার ভার্জির ফন ডাইক ও ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ডাইকের সঙ্গে চুক্তি নবায়ন হতে পারে, আর আলেক্সান্ডার-আর্নল্ডের রিয়াল মাদ্রিদে নাম লেখানোর গুঞ্জন রয়েছে।

চুক্তি সইয়ের পর প্রতিক্রিয়ায় সালাহ বলেছেন, ‘আমি অবশ্যই শিহরিত। এ মুহূর্তে আমাদের দলটা অসাধারণ। আমি এ কারণেই চুক্তিতে সই করেছি যে আমাদের আরো শিরোপা জেতার ও ফুটবল উপভোগ করার সুযোগ আছে। এখানেই আমি সেরা সময়টা কাটিয়েছি, যা ছিল দারুণ। আমি এখানে আট বছর খেলেছি, আশাকরি সেটি ১০ বছর হবে। এখানে আমার জীবন ও ফুটবল দুটোই উপভোগ করছি। ক্যারিয়ারের সেরা সময়টা এখানেই কাটিয়েছি।’

২০১৭ সালে ইতালির এএস রোমা থেকে লিভারপুলে নাম লেখান সালাহ। সেই থেকে তিনি ক্লাবটির কিংবদন্তি হয়ে উঠেছেন। এখন পর্যন্ত ৩৯৪ ম্যাচে করেছেন ২৪৩ গোল।

আরও