অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। আগামী রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারণ হয়ে যাচ্ছে আজই। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশ সময় দুপুর ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। একাদশে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা একাদশ : রায়ান রিকেলটন, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইল ও'রোর্ক।