চ্যাম্পিয়ন্স ট্রফি

জয়ের জন্য প্রোটিয়াদের করতে হবে ৩৬৩ রান

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। একাদশে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে নিউজিল্যান্ড।

৯ আপডেট
  • ৫ মার্চ, ২০২৫

    চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ

    লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেছেন রাচিন। তাছাড়া ১০২ রান এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে।

    চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৫৬ রান। অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভেঙে নতুন করে গড়েছে কিউইরা। তাদের ৩৬২ রান এখন টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একই সঙ্গে আইসিসির কোনো ইভেন্টের নক আউট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

  • ৫ মার্চ, ২০২৫

    বোল্ড হয়ে ফিরলেন ল্যাথাম

    উইলিয়ামসনের বিদায়ের পর টম ল্যাথাম এসে বড় কোনো প্রভাব ফেলতে পারলেন না। রাবাদাকে স্কুপ করতে গিয়ে বোল্ড হলেন তিনি।

  • ৫ মার্চ, ২০২৫

    সেঞ্চুরি করে ফিরলেন উইলিয়ামসনও

    সঙ্গী রাচিন রবীন্দ্র ফিরেছিলেন সেঞ্চুরির ঠিক পরপর। এবার কেন উইলিয়ামসনও একই পথ ধরলেন। সেঞ্চুরি করলেন, এরপরও ধরলেন সাজঘরের পথ। ভিয়ান মুলডারের বলে তিনি ক্যাচ দিলেন কাগিসো রাবাদার হাতে। স্লগ ওভারের আগে দুই থিতু ব্যাটারকেই খুইয়ে বসল নিউজিল্যান্ড।

  • ৫ মার্চ, ২০২৫

    হ্যাটট্রিক সেঞ্চুরি

    কেন উইলিয়ামসন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। ২০১৯ সালের বিশ্বকাপে, এরপর গেল মাসে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে।আজও সেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেঞ্চুরি করে প্রোটিয়াদের বিপক্ষে হ্যাটট্রিক সেঞ্চুরি করলেন উইলিয়ামসন

  • ৫ মার্চ, ২০২৫

    সেঞ্চুরির পরই ফিরলেন রাচিন

    সেঞ্চুরির পর আর বেশি এগোতে পারলেন না রাচিন রবীন্দ্র। কাগিসো রাবাদার স্লোয়ারে বিভ্রান্স হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন তিনি। ফেরার আগে তার নামের পাশে জ্বলজ্বল করছে ১০৮ রান। 

  • ৫ মার্চ, ২০২৫

    ফিফটি করে হ্যাটট্রিকের পথে উইলিয়ামসন

    কেন উইলিয়ামসন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। ২০১৯ সালের বিশ্বকাপে, এরপর গেল মাসে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে।

    আজও তিনি আছেন সে পথেই। ফিফটি করেছেন ৬২ বলে। যদিও ফিফটি করেছেন যে শটে, তা একটু হলে বিপদেই ফেলতে পারত তাকে। মার্করামের বলে নেয়া ডিপ মিড উইকেটকে লক্ষ্য করে শটে বলটা আকাশে উঠে গিয়েছিল। তবে যখন মাটিতে পড়েছে, তখন আশেপাশে কোনো ফিল্ডারই ছিলেন না।

  • ৫ মার্চ, ২০২৫

    বড় মঞ্চের বিস্ময় রাচিন

    এক ম্যাচ আগে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাচিন। তাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েন এই বাঁহাতি। এছাড়া নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে আইসিসির ওয়ানডে ইভেন্টে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন রাচিন।

    পরের ম্যাচে ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। তবে আজ (বুধবার) সেমিফাইনালে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন রাচিন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। সবকটিই আইসিসির ইভেন্টে। কিউই কোনো ব্যাটার এমন রেকর্ড এর আগে গড়তে পারেননি।

  • ৫ মার্চ, ২০২৫

    প্রথম উইকেট হারাল কিউইরা

    বড় জুটির স্বপ্ন দেখছিল উইল ইয়াং ও রাচিন রবিন্দ্র। তবে তাদের বেশি দূর যেতে দেননি লুঙ্গি এনগিডি। তার অফ-কাটার বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে দেন উইল ইয়াং। এতে দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ইয়াংয়ের সংগ্রহ ছিল ২১।

  • ৫ মার্চ, ২০২৫

    সাবধানী শুরু

    দেখেশুনে এগোচ্ছেন উইল ইয়াং। সাবধানী ব্যাটিংয়ে এগোচ্ছেন রাচিন রবিন্দ্র। শিরোপার মঞ্চ নিশ্চিতের লড়াইয়ে কিউইরা দারুণ শুরুও পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ রান তুলে নিয়েছে কোনো বিপদ ছাড়াই।

    গাদ্দাফি স্টেডিয়ামে কিউইদের ইনিংস উদ্বোধন করতে আসেন উইল ইয়াং। তাকে সঙ্গ দেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করা রাচিন। ৬ ওভার শেষে রাচিন ব্যাট করছেন ১৮ বলে ১২ রানে। ইয়ংয়ের ব্যাটে এসেছে ১৭ রান। প্রোটিয়াদের কেউ এখনও পায়নি সাফল্য।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। আগামী রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারণ হয়ে যাচ্ছে আজই। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশ সময় দুপুর ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। একাদশে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকা একাদশ : রায়ান রিকেলটন, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইল ও'রোর্ক।

আরও