নারী বিশ্বকাপ বাছাইপর্ব

টেল-এন্ডের দৃঢ়তায় ২২৭ রান তুলল বাংলাদেশ

ছয় দলের বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি দল পাবে বিশ্বকাপের টিকিট। বাংলাদেশ ও পাকিস্তান ৩ ম্যাচ থেকে সমান ৬ পয়েন্ট করে নিয়ে টেবিলের এক ও দুইয়ে অবস্থান করছে। বাংলাদেশ আজ জিতলে উঠে যাবে বিশ্বকাপে।

আগে ব্যাটিংয়ে নেমে দারুণ ভিত পায় নিগার সুলতানার দল। যদিও এরপর হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৩১ রানের মধ্যে ৫ উইকেট ও ৪৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে দলটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট মিলবে—এমন সমীকরণ সামনে রেখে আজ লাহোরে ক্যারিবীয়দের মুখোমুখি হয় বাংলাদেশের নারীরা। এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ ভিত পেলেও মাঝে হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৪৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসে নিগার সুলতানার দল। ১৮৩ রানে ৮ উইকেট পতনের পর টেল-এন্ডের দৃঢ়তায় ৯ উইকেটে ২২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।

শারমিন আক্তার সুপ্তা (৬৭) ও ফারজানা হক পিংকির (৪২) ব্যাটে ভর করে দারুণ ভিত পায় বাংলাদেশ। এরপর হঠাৎ এলোমেলো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। পেসার আলিয়াহ অ্যালেইন ও স্পিনার অ্যাফি ফ্লেচার বাংলাদেশকে কোনঠাসা করে ফেলেন। যদিও শেষ দিকে নাহিদা আক্তার (২৫) ও রাবেয়া খান (২৩*) দৃঢ়তা দেখিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। অ্যালেইন ৩৯ রানে ৪টি, হেইলি ম্যাথিউস ৪২ রানে ২টি ও ফ্লেচার ৪৩ রানে ২টি উইকেট নেন।

ছয় দলের বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি দল পাবে বিশ্বকাপের টিকিট। বাংলাদেশ ও পাকিস্তান ৩ ম্যাচ থেকে সমান ৬ পয়েন্ট করে নিয়ে টেবিলের এক ও দুইয়ে অবস্থান করছে। বাংলাদেশ আজ জিতলে উঠে যাবে বিশ্বকাপে। আজ না পারলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আরেকটি সুযোগ পাবেন নিগাররা। দুটিতে হারলেও সুযোগ থাকবে, যদি অন্য ম্যাচের ফল অনুকূলে থাকে।

আরও