বিশ্বকাপ বাছাইপর্ব

থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

থাইল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে করা ২৫২ রান। এই রান তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট থাইল্যান্ড। ১৭৮ রানের বিশাল এক জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল টাইগ্রেসরা।

স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সমান ৫টি করে উইকেট নেন। ২৫ বছর বয়সী ডানহাতি অফস্পিনার জান্নাতুল ৭ রানে ও বামহাতি লেগস্পিনার ফাহিমা ২১ রানে ৫টি করে উইকেট নেন।

পাকিস্তানে চলমান নারী বিশ্বকাপ বাছাইপর্বে আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে থাইল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে করা ২৫২ রান। এই রান তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট থাইল্যান্ড। ১৭৮ রানের বিশাল এক জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল টাইগ্রেসরা। ওয়ানডেতে এটাই রানের হিসেবে সবচেয়ে বড় জয় বাংলাদেশের। এর আগের সর্বোচ্চ জয় ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের।

স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা সমান ৫টি করে উইকেট নেন। ২৫ বছর বয়সী ডানহাতি অফস্পিনার জান্নাতুল ৭ রানে ও বামহাতি লেগস্পিনার ফাহিমা ২১ রানে ৫টি করে উইকেট নেন।

এর আগে ইশমা তানজিম ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফিরে যাওয়ার পর ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা দ্বিতীয় উইকেট জুটিতে ১০৪ রান তুলেছেন। পিংকি ৮২ বলে ৫৩ রান করে আউট হয়েছেন। এরপর সুপ্তার সঙ্গে যোগ দেন অধিনায়ক নিগার সুলতানা। এই জুটি ১৩৮ বলে ১৫২ রান তুলেছেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে যেকোনো উইকেটে এটা প্রথম দেড়শ রানের জুটি। সুপ্তা ১২৬ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন। সুপ্তার ব্যক্তিগত ৪৬ রানের সময় ব্যাটিংয়ে নামা নিগার রাজসিক ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। নিগার মাত্র ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা বাংলাদেশের হয়ে দ্রুততম। ফারজানার দুটি সেঞ্চুরি ছিল যথাক্রমে ১৫৬ ও ১৬৫ বলে।

৮০ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০১ রান করে আউট হয়েছেন নিগার। ওয়ানডেতে এত বেশি বাউন্ডারিও আগে কেউ মারেনি। ৫৪ ওয়ানডের ক্যারিয়ারে এটা নিগারের প্রথম সেঞ্চুরি। এর আগে টি-টোয়েন্টি একটা সেঞ্চুরি করলেও ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর ছিল ৭৩। আজ বিশ্বকাপ বাছাইপর্বে পেয়ে গেলেন স্বপ্নের ফিগার। এটা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে মাত্র তৃতীয় সেঞ্চুরি। প্রথম দুটি সেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি। দুটিই ২০২৩ সালে পান তিনি।

রোববার লাহোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বুধবার প্রথম দিন স্বাগতিক পাকিস্তান ৩৮ রানে হারায় আয়ারল্যান্ডকে। ওইদিন অঘটনের শিকার ওয়েস্ট ইন্ডিজ। তাদের ৪ রানে হারিয়ে দেয় স্কটল্যান্ড।

ছয় দলের বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি দল উঠে যাবে আগামী ওয়ানডে বিশ্বকাপে। এ বছর সেপ্টেম্বরে ভারতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আসর।

আরও