ওয়েস্ট ইন্ডিজকে হারালেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট—এমন সমীকরণ সামনে রেখে আজ লাহোরে ক্যারিবীয়দের মুখোমুখি হয় বাংলাদেশের নারীরা। এ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ দল শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৭ রানের পুঁজি পায়। এই পুঁজি নিয়ে অবশ্য হারানো যায়নি ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবীয়রা মেয়েরা ৭ উইকেট হারালেও শেষ পর্যন্ত ২৪ বল হাতে রেখে জয় তুলে নেয়। এ হারে বিশ্বকাপে কোয়ালিফাই করার অপেক্ষা বাড়ল বাংলাদেশ দলের।
৭৪ রানে ক্যারিবীয়দের ৩ উইকেটের পতন ঘটিয়ে আশা জাগান বাংলাদেশের বোলাররা। এরপর হেইলি ম্যাথিউস ও স্টেফানি টেইলরের ৬৬ রানের জুটি স্থিতি আনে ক্যারিবীয় ইনিংসে। অল্প সময়ের ব্যবধানে এ জুটির পতন ঘটায় বাংলাদেশ (১৪৭/৫)। এরপর বাংলাদেশকে হতাশ করেন চিনেলে হেনরি (৪৮ বলে ৫১*)। সাবিকা গজনবী (২০) ও আলিয়াহ অ্যালেইনকে (১১) নিয়ে তিনি দলকে জয়ের বন্দরে নোঙর করান। এতে চরমভাবে হতাশ হয় বাংলাদেশ বোলিং ব্রিগেড। পেসার মারুফা আক্তার ৩৪ রানে ২টি উইকেট নেন।
এর আগে শারমিন আক্তার সুপ্তা (৬৭) ও ফারজানা হক পিংকির (৪২) ব্যাটে ভর করে দারুণ ভিত পায় বাংলাদেশ। হঠাৎ এলোমেলো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। পেসার আলিয়াহ অ্যালেইন ও স্পিনার অ্যাফি ফ্লেচার বাংলাদেশকে কোনঠাসা করে ফেলেন। যদিও শেষ দিকে নাহিদা আক্তার (২৫) ও রাবেয়া খান (২৩*) দৃঢ়তা দেখিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। অ্যালেইন ৩৯ রানে ৪টি, হেইলি ম্যাথিউস ৪২ রানে ২টি ও ফ্লেচার ৪৩ রানে ২টি উইকেট নেন।
এই হারের পরও ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছি বাংলাদেশ। অবশ্য আজ আরেক ম্যাচে থাইল্যান্ডকে হারালে শীর্ষে উঠে যাবে পাকিস্তান, যাদের সংগ্রহ ৩ ম্যাচে ৬ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে। স্কটল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে তিনে। পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে আয়ারল্যান্ড ও থাইল্যান্ড।
ছয় দলের বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি দল পাবে বিশ্বকাপের টিকিট। আজ না পারলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আরেকটি সুযোগ পাবেন নিগাররা। শেষ ম্যাচে হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। সেক্ষেত্রে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ফল তাদের অনুকূলে থাকতে হবে।