চ্যাম্পিয়নস লিগ

ডোন্নারুম্মার গ্লাভসে শেষ লিভারপুলের স্বপ্ন, কোয়ার্টার ফাইনালে পিএসজি

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা পিএসজি এদিন শুরু থেকেই তাদের একাগ্রতা ও দক্ষতার প্রমাণ দেয়। ম্যাচ জুড়ে তাদের পারফরমেন্সে প্রমাণিত— তারা এখন ২/৩ জন মহাতারকা স্ট্রাইকারের দল নয় বরং, পূর্ণ এক একাদশ।

অ্যানফিল্ডে ছিল ফুটবলের এক রোমাঞ্চকর রাত, যে রাতে চ্যাম্পিয়নস লিগের ফেভারিট হয়েও বিদায় নিয়েছে লিভারপুল। আর বিদায় নিয়েও নিজ কোচিং ক্যারিয়ারের সেরা ম্যাচ বলে রায় দিয়েছেন অলরেড কোচ আর্নে স্লট। পেনাল্টি শুটআউটে জিয়ানলুইজি ডোন্নারুম্মার নায়কোচিত পারফরমেন্সে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লুই এনরিকের পিএসজি।

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা পিএসজি এদিন শুরু থেকেই তাদের একাগ্রতা ও দক্ষতার প্রমাণ দেয়। ম্যাচ জুড়ে তাদের পারফরমেন্সে প্রমাণিত— তারা এখন ২/৩ জন মহাতারকা স্ট্রাইকারের দল নয় বরং, পূর্ণ এক একাদশ। ওসমান ডেম্বেলের শুরুতেই করা গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। প্রথম লেগের এক গোলের লিড হারিয়ে ফেলে অলরেডরা। সে ম্যাচের মতো আবারো মোহামেদ সালাহকে বোতলবন্দি করে রাখেন নুনো মেন্ডেস। আর পুরো ম্যাচেই ফরাসি জায়ান্টদের রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয় লিভারপুল।

পিএসজির এই জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা। টাইব্রেকারে তিনি ডারউইন নুনেজ ও কার্টিস জোন্সের শট ঠেকিয়ে দেন, এরপর দেসাই দোউর লক্ষ্যভেদ করে নিশ্চিত করেন পিএসজির জয়।

ম্যাচের শুরুতে লিভারপুল বেশ আক্রমণাত্মক ছিল। সালাহ দুটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। তবে মাত্র ১২ মিনিটে লিভারপুলের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে গোললাইনের কাছ থেকে বল জালে জড়ান ডেম্বেলে। বিরতির পর লিভারপুল একের পর এক আক্রমণ চালালেও পিএসজির শক্তিশালী রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি। লুইস দিয়াজের হেড ফিরিয়ে দেন ডোন্নারুম্মা। বদলি জারেল কোয়ানসার শট লাগে বারে। ডমিনিক সোবোস্লাইয়ের গোল অফসাইডে বাতিল হলে আরেকবার হতাশায় ঢেকে যায় অ্যানফিল্ড।

পিএসজির জয়ের নায়ক জিয়ানলুইজি ডোন্নারুম্মা। ছবি: সংগৃহীত

অতিরিক্ত সময়ে পিএসজি পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, পার্ক দ্য প্রিন্সেসের ম্যাচের মতোই। আলিসন দারুণ এক সেভ করে দলকে বাঁচানোর চেষ্টা করেন, তবে শেষ রক্ষা হয়নি।

আগের মেসি-নেইমার-এমবাপ্পে যুগ নেই। এখন পিএসজি আরো সংগঠিত, প্রাণবন্ত ও ভয়ডরহীন। ওসমান ডেম্বেলে অবশেষে তার প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাচ্ছেন, আর নতুন সাইনিং কাভিশা কাভারাশখেলিয়া সংযোজন তাদের আক্রমণে নতুন মাত্রা যোগ করেছেন।

প্রথম লেগে ভুল করলেও এবার প্রমাণ করেছেন কেন ডোন্নারুম্মা বড় মঞ্চের নায়ক। ইউরো ২০২০ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যেমন ছিলেন, এবারও তেমনই চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নায়ক হয়ে উঠলেন এই ইতালিয়ান।

লিভারপুলের স্বপ্ন শেষ। গ্রুপ পর্বে শীর্ষ ক্লাবটি আটকে গেল শেষ ষোলর লড়াইয়েই। আর প্লেঅফ খেলে আসা পিএসজির এই জয় দিল বড় এক বার্তা—এবার তারা ইউরোপের সেরা হওয়ার জন্যই এসেছে।

আরও