৬ গোলের থ্রিলারটি ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।
শুটআউটে স্পেনের লামিন ইয়ামাল ও ডাচ ফরোয়ার্ড নোয়া ল্যাং মিস করার পর স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন দনিয়েল মালেনের শট আটকে দেন। এরপর পেদ্রি নিখুঁত এক পেনাল্টিতে দলকে জয় এনে দেন, আর ভ্যালেন্সিয়ার মেস্তাইয়া স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক দর্শকরা।
নির্ধারিত সময়ের খেলা দারুণ উত্তেজনাপূর্ণ ছিল। রিয়াল সোসিয়েদাদের মিকেল ওইয়ারসাবালের দুই গোলে দুইবার এগিয়ে যায় স্পেন। কিন্তু মেমফিস ডিপায়ের পেনাল্টি ও অভিষিক্ত ইয়ান মাইটসেনের দুর্দান্ত শটে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ১৩ মিনিটে ইয়ামালের চমৎকার গোল স্পেনকে এগিয়ে দিলেও জাভি সিমন্সের পেনাল্টিতে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে নোয়া ল্যাংয়ের শট ক্রসবারে লেগে ফিরে আসে, ইয়ামালের শট আটকে দেন ব্রাইটনের গোলকিপার বার্ট ফেরব্রুগেন। তবে উনাই সিমন মালেনের শট ঠেকানোর পর পেদ্রি নিশ্চিত করেন স্পেনের জয়, যা তাদের শেষ চারে ফ্রান্সের মুখোমুখি করবে।
এই জয়ের ফলে স্পেনের অপরাজিত থাকার রেকর্ড দাঁড়াল ১৮ ম্যাচে। নেশন্স লিগে তারা শেষবার হেরেছিল ২০২২ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে।