আইপিএলে একদিনে চার দলের দুশোর্ধ্ব সংগ্রহ গড়ার কৃতিত্ব

ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৩৮ রানের সৌধ গড়ে ৪ রানের জয় পায় লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। কলকাতা ৭ উইকেটে ২৩৪ রান তুলতে সমর্থ হয়। রাতের ম্যাচে পাঞ্জাব কিংস নিজেদের মাঠে ৬ উইকেটে ২১৯ রানের সৌধ গড়ে চেন্নাই সুপার কিংসকে হারায় ১৮ রানে।

পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই ১০ দলের আইপিএলে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরে নবম স্থানে রয়েছে। আর পাঞ্জাব চার ম্যাচে তিনটিতে জিতে টেবিলের চারে অবস্থান করছে। এছাড়া লক্ষ্ণৌ পাঁচে ও কলকাতা ছয়ে অবস্থান করছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মঙ্গলবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যাতে চারটি দলই দুশোর্ধ্ব সংগ্রহ গড়ার কৃতিত্ব দেখায়। ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৩৮ রানের সৌধ গড়ে ৪ রানের জয় পায় লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। কলকাতা ৭ উইকেটে ২৩৪ রান তুলতে সমর্থ হয়। রাতের ম্যাচে পাঞ্জাব কিংস নিজেদের মাঠে ৬ উইকেটে ২১৯ রানের সৌধ গড়ে চেন্নাই সুপার কিংসকে হারায় ১৮ রানে।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাটিংয়ে নেমে প্রিয়াংশ আর্যর সেঞ্চুরিতে ৬ উইকেটে ২১৯ রান তোলে পাঞ্জাব। প্রিয়াংশ ৪২ বলে ১০৩ রান করেন। এছাড়া শশাঙ্ক সিং ৩৬ বলে ৫২ ও মার্কো ইয়ানসেন ১৯ বলে ৩৪ রান করেন। জবাব দিতে নেমে চেন্নাই ৫ উইকেটে ২০১ রান তুলতে সমর্থ হয়। ডেভন কনওয়ে ৪৯ বলে ৬৯, রাচিন রবীন্দ্র ২৩ বলে ৩৬ ও মহেন্দ্র সিং ধোনি ১২ বলে ২৭ রান করেন।

পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই ১০ দলের আইপিএলে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরে নবম স্থানে রয়েছে। আর পাঞ্জাব চার ম্যাচে তিনটিতে জিতে টেবিলের চারে অবস্থান করছে।

এর আগে দিনের প্রথম ম্যাচে ৪৭২ রানের থ্রিলারে সফরকারী লক্ষ্ণৌ সুপার জায়ান্টের কাছে ৪ রানে হেরেছে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৩৮ রান তোলে লক্ষ্ণৌ। জবাবে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে ২৩৪ রান তুলতে সমর্থ হয়।

নিকোলাস পুরান (৩৬ বলে ৮৭*), মিচেল মার্শ (৪৮ বলে ৮১) ও এইডেন মারক্রামের (২৮ বলে ৪৭) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে লক্ষ্ণৌ। হরশিত রানা দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন।

বিশাল এই রান তাড়া করতে নেমে আজিঙ্কা রাহানে (৩৫ বলে ৬১), ভেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৪৫) ও রিংকু সিংয়ের (১৫ বলে ৩৮*) ব্যাটে ভর করে জয়ের কাছাকাছি দিয়েও অল্প ব্যবধানে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা।

আরও