‘এই শহর আমার হৃদয়ে থাকবে’, আবেগঘন বার্তায় ডি ব্রুইনার বিদায়

ইতিহাদ স্টেডিয়ামে ডি ব্রুইনার স্ট্যাচু হবে কিনা— সে প্রসঙ্গে গার্দিওলা বলেন, আমি অনেক টাকা বাজি ধরে বলতে পারি, অবশ্যই হবে। সে সেটার প্রাপ্য।

ম্যানচেস্টার সিটির কিংবদন্তি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ঘোষণা দিয়েছেন, চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন তিনি। ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান তার এক দশকের ম্যান সিটি ক্যারিয়ারে ১৬টি ট্রফি জিতেছেন, যার মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ জয়। প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা প্লেমেকারদের তালিকায় থাকবে ডি ব্রুইনার নাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় ডি ব্রুইনা বলেন, আমরা চাই বা না চাই, বিদায়ের সময় এসে গেছে।

তিনি আরো লেখেন, ফুটবল আমাকে এই শহরে এনেছে, এই মানুষদের কাছে এনেছে। আমি সবকিছু পেয়েছি এখান থেকে, তাই ফিরিয়ে দিতেও চেষ্টা করেছি সবটুকু। আমরা সবকিছু জিতেছি। ম্যানচেস্টার সবসময় আমাদের হৃদয়ে থাকবে, আমাদের সন্তানের পাসপোর্টে থাকবে।

ম্যানচেস্টার সিটি জানিয়েছে, ডি ব্রুইনার বিদায় উপলক্ষে মৌসুম শেষে একটি উপযুক্ত ও আবেগঘন বিদায়ী আয়োজন করা হবে। সিটি বস পেপ গার্দিওলা বলেন, সে এই দেশের ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার। ডেভিড সিলভা, আগুয়েরো, কোম্পানির মতোই সে ক্লাবের অংশ হয়ে থাকবে। তার জন্য দরজা চিরদিনের জন্য খোলা।

ইতিহাদ স্টেডিয়ামে ডি ব্রুইনার স্ট্যাচু হবে কিনা— সে প্রসঙ্গে গার্দিওলা বলেন, আমি অনেক টাকা বাজি ধরে বলতে পারি, অবশ্যই হবে। সে সেটার প্রাপ্য।

প্রিমিয়ার লিগের বেশ কিছু রেকর্ড নিজের নামে নিয়ে কিংবদন্তিসুলভ বিদায় আশা করতেই পারেন ‘কেডিবি’। ২০১৫ সালে সিটিতে যোগ দেয়ার পর থেকে সবচেয়ে বেশি অ্যাসিস্ট (১১৭), সবচেয়ে বেশি সুযোগ তৈরি (৮২৭), সবচেয়ে বেশি বিগ চান্স বা বড় সুযোগ তৈরি (১৯৩) এবং প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টে রায়ান গিগসের (১৬২) পরের নামটিই কেভিন ডি ব্রুইনা। এছাড়া মৌসুম সেরা খেলোয়াড় হয়েছেন ২ বার (২০১৯-২০, ২০২১-২২), এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টে (২০) থিয়েরি অঁরির সঙ্গে যৌথভাবে আছেন ডি ব্রুইনা। ৩ বার (২০১৭-১৮, ২০১৯-২০, ২০২২-২৩) পেয়েছেন প্লেমেকার অ্যাওয়ার্ড। ২০২২ সালে ব্যালন ডি’অরে তৃতীয় স্থানে ছিলেন কেডিবি।

৪১৩ ম্যাচে ১০৬ গোল করেছেন সিটির হয়ে এবং ক্লাবের ইতিহাসে অন্যতম সফল মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন ডি ব্রুইনা। বর্তমানে চোটের কারণে প্রায়ই খেলার বাইরে থাকা ডি ব্রুইনা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলতে পারেন। তবে চুক্তি নবায়ন না হলে নকআউট পর্বে থাকবেন না।

আরও