নারী বিশ্বকাপ বাছাইপর্ব

পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ?

বাছাইপর্বে শনিবার শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে মিলবে বিশ্বকাপের টিকিট, হারলে তৈরি হবে অনিশ্চয়তা।

নিট রানরেটে বাংলাদেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশের নিট রানরেট +১.০৩৩, ওয়েস্ট ইন্ডিজের (-) ০.২৮৩। ক্যারিবীয়রা জিতলেও নিট রানরেটের এই ঘাটতি কাটিয়ে ওঠা কঠিন হবে।

সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেত বাংলাদেশের নারীরা। এ ম্যাচে ৩ উইকেটে হেরে যায় নিগার সুলতানার দল। বাছাইপর্বে শনিবার শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে মিলবে বিশ্বকাপের টিকিট, হারলে তৈরি হবে অনিশ্চয়তা।

শনিবার সকাল সাড়ে ১০টায় লাহোরে স্বাগতিক দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। বিকাল ৩টায় একই শহরে থাইল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপের টিকিট পাওয়ার রেসে ছিল স্কটল্যান্ডও। যদিও শুক্রবার রাতে তারা আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট, আয়ারল্যান্ডেরও সমান ৪। বাংলাদেশের ৪ ম্যাচে ৬ পয়েন্ট, ওয়েস্ট ইন্ডিজের ৪ ম্যাচে ৪ পয়েন্ট। শনিবার থাইল্যান্ডকে হারালে ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতেও জমা পড়বে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে বাংলাদেশের সমান পয়েন্ট হয়ে যাবে ক্যারিবীয়দের। তাই নিগাররা জিতলে কোনো হিসেব ছাড়াই উঠে যাবে বিশ্বকাপে। আর হারলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিট রানরেট নিয়ে কষতে হবে হিসেব।

নিট রানরেটে অবশ্য বাংলাদেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশের নিট রানরেট +১.০৩৩, ওয়েস্ট ইন্ডিজের (-) ০.২৮৩। ক্যারিবীয়রা জিতলেও নিট রানরেটের এই ঘাটতি কাটিয়ে ওঠা কঠিন হবে।

বাংলাদেশ মাত্র একবার (২০২২) ওয়ানডে বিশ্বকাপ খেলেছে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি নিগার, নাহিদাদের সামনে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসবে বিশ্বকাপ আসর। সরাসরি বিশ্বকাপে উঠেছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। তাদের সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তান। অষ্টম দলটি কি বাংলাদেশ?

আরও