দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় মুখোমুখি হয়েছে দু’দল।
নতুন বল দেখেশুনে ব্যাটিং শুরু করলেও দলীয় ৩১ রানের মাথায় ওপেনার শাদমান ইসলামের উইকেট হারিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দুই স্ট্রাইক বোলার ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা কোনো বিপদ সৃষ্টি করতে না পারলেও প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আক্রমণে এসে ভিক্টর নিয়াউচি তুলে নিয়েছেন শাদমানের উইকেট। এরপরই লেন্থ বলে অপর ওপেনার মাহমুদুল হাসান জয়কে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন এই পেসার।
শাদমান প্যাভিলিয়নে ফিরেছেন ১২ রান করে। আর মাহমুদুল হাসানের সংগ্রহ ১৪ রান।
প্রতিবেদনটি লেখার সময় দলীয় স্কোর ছিল ২ উইকেট হারিয়ে ৩২। মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনেই ব্যাট করছিলেন শূন্য রান নিয়ে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ এরভিন (অধিনায়ক), বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলস, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নায়চি।